এয়ার ফোর্স ওয়ান বিমানে ওঠার আগে ট্রাম্প বলেন যে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত থামিয়েছেন তিনি। ভেবেছিলেন, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত থামানো রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর থেকেও বেশি কঠিন হবে। 


 ভারত-পাকিস্তানের যুদ্ধ নিয়ে একই সুর ট্রাম্পের, এবার বললেন, তেল কেনাও বন্ধ করে দিয়েছে!
ফের ভারত-পাকিস্তানের যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের।


বিশ্বজুড়ে সমস্ত সংঘর্ষ থামাচ্ছেন নাকি তিনিই! ফের একবার ভারত-পাকিস্তানের (India-Pakistan) মধ্যে সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আবার ভারত রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে বলেও দাবি করলেন তিনি।

এশিয়া সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, এয়ার ফোর্স ওয়ান বিমানে ওঠার আগে ট্রাম্প বলেন যে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত থামিয়েছেন তিনি। ভেবেছিলেন, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত থামানো রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর থেকেও বেশি কঠিন হবে।


ট্রাম্প বলেন, “আমি করেছিলাম (সংঘর্ষবিরতি)। আরও আছে। যদি ভারত-পাকিস্তানের দিকে দেখেন, তাহলে আমি বলতে পারি যে ক’টি শান্তিচুক্তি করিয়েছি, তার মধ্যে এটা রাশিয়া-ইউক্রেনের থেকেও বেশি কঠিন হত, কিন্তু তা হয়নি। রাশিয়া-ইউক্রেনই সবথেকে কঠিন সংঘর্ষ।”

শনিবার মার্কিন প্রেসিডেন্ট এও দাবি করেন যে আমেরিকা নিষেধাজ্ঞার পর ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে। দক্ষিণ কোরিয়ায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা হবে মার্কিন প্রেসিডেন্টের। সেখানে রাশিয়ার থেকে তেল কেনা, কৃষিপণ্য বাণিজ্য এবং ফেন্টানিল সঙ্কট নিয়ে কথা হবে এবং সমঝোতা হয়ে যাবে বলেই জানিয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ভারত ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। চিনও তাদের আমদানি কমিয়ে দিচ্ছে আমেরিকার নিষেধাজ্ঞা চাপানোর পর।

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই আমেরিকা রাশিয়ার দুটি বড় বড় তৈল উৎপাদক সংস্থা রসনেফ্ট ও লুকওয়েলের উপরে নিষেধাজ্ঞা চাপায়। এই সমস্ত নিষেধাজ্ঞাই আমেরিকা চাপাচ্ছে ক্রেমলিনের উপরে আর্থিক চাপ তৈরি করার জন্য, যাতে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামিয়ে দেয়।

এদিকে, ট্রাম্প যতই দাবি করুন না কেন, ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেওয়ার দাবি খারিজ করে দিয়েছে। কেন্দ্রের তরফে সাফ জানানো হয়েছে, জাতীয় স্বার্থেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং কম দামে তেলের সরবরাহ বজায় রাখা হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours