বিএসএফ-এ যোগ দেওয়ার পাঁচ মাসের মাথায় নজির গড়লেন শিবানী
শুধু শিবানীই নয়, সম্প্রতি এই আউট অব টার্ন প্রোমোশন পান আরও এক বিএসএফ কনস্টেবলও। নাম অনুজ। চিনে আয়োজিত উশু প্রতিযোগিতা যোগ দিয়ে রুপোর পদক পান তিনি। তারপরই বিএসএফ-র তরফে পদোন্নতি পান তিনিও।
নয়াদিল্লি: পাঁচ মাসেই নজির গড়লেন শিবানী। যা গত ছয় দশকে হয়নি, বিএসএফ বা দেশের সীমান্তরক্ষী বাহিনীতে যোগদানের পর মাত্র কয়েক মাসের মাথায় তা করে দেখালেন এই মহিলা জওয়ান। হল পদোন্নতি। তাও আবার বিএসএফ-এ যোগদানের মাত্র পাঁচ মাসের মাথায়। এও সম্ভব?
শিবানী উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁর বাবা কাঠের মিস্ত্রি কয়েকমাস আগেই বিএসএফ-এ মহিলা কনস্টেবল পদে যোগ দেন তিনি। অবশ্য, দেশ রক্ষার পাশাপাশি শিবানী যুক্ত রয়েছেন খেলাধূলার সঙ্গেও। চিনা মার্শাল আর্ট ‘উশু’তে পারদর্শী তিনি। আর সেই ‘উশু’ তাঁকে দিল সর্বোচ্চ সম্মান। সম্প্রতি ব্রাজিলে আয়োজিত বিশ্ব উশু প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন শিবানী। সেখানে রুপো জেতেন তিনি। তারপরই বিএসএফ-র তরফেও শিবানীকে দেওয়া হয় বিশেষ সম্মান।
‘আউট অব টার্ন’ প্রোমোশন পেয়ে কনস্টেবল থেকে হেড কনস্টেবলে পদোন্নতি হয়েছে শিবানীর। তাঁর বাড়িতে তিনিই প্রথম যে সশস্ত্র বাহিনীতে যোগ দিয়েছেন। আর সেখানে যোগদানের পরই নজির গড়লেন শিবানী।
আন্তর্জাতিক স্তরে দেশের নাম তুলে ধরার সুবাদে গত বৃহস্পতিবার পদোন্নতি হয়েছে শিবানীর। বিএসএফ-র ডিরেক্টর জেনারেল দালজিৎ সিং চৌধুরীর হাত থেকেই সেই সম্মান পেয়েছেন তিনি। এদিন সংবাদসংস্থা এএনআই-কে বিএসএফ ডিজি বলেন, ‘এই পদোন্নতি সত্যিই যে কাউকে উৎসাহ প্রদান করতে সক্ষম। যদি কোনও ক্রীড়াবিদ জাতীয় রেকর্ড তৈরি করেন বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অসাধারণ পারফরমেন্স করেন, তখনই তাঁকে এই আউট অব টার্ন পদোন্নতি দেওয়া হয়।’
শুধু শিবানীই নয়, সম্প্রতি এই আউট অব টার্ন প্রোমোশন পান আরও এক বিএসএফ কনস্টেবলও। নাম অনুজ। চিনে আয়োজিত উশু প্রতিযোগিতা যোগ দিয়ে রুপোর পদক পান তিনি। তারপরই বিএসএফ-র তরফে পদোন্নতি পান তিনিও।


Post A Comment:
0 comments so far,add yours