দুর্গাপুজোর প্রাক্কালে সাগর ব্লকে দুস্থদের মুখে হাসি ফোটালেন মন্ত্রী এবং বিডিও।


বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আনন্দের দুর্গাপুজো! আর এই উৎসবের প্রাক্কালে সাগর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির এক মহতী উদ্যোগে হাসি ফুটল এলাকার বহু দুস্থ মানুষের মুখে। দুর্গাপূজাকে সামনে রেখে বৃহস্পতিবার ব্লক প্রশাসনের তরফ থেকে দুঃস্থ পরিবারগুলির মধ্যে নতুন বস্ত্র এবং রান্নার সরঞ্জাম বিতরণ করা হয়। এই মানবিক উদ্যোগ কেবল উপহার বিতরণ ছিল না, এটি ছিল উৎসবের আনন্দ সকলের মাঝে ভাগ করে নেওয়ার এক আন্তরিক প্রয়াস।
এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তাঁর উপস্থিতিতে এই বিতরণ পর্ব এক ভিন্ন মাত্রা পায়। এ ছাড়াও উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ-সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা। ব্লক প্রশাসনের উদ্যোগে এলাকার দুস্থ ও অসহায় মানুষদের চিহ্নিত করে তাদের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়।
উৎসবের ঠিক আগে নতুন শাড়ি, ধুতি, জামা এবং রান্নার প্রয়োজনীয় উপকরণ পেয়ে সুবিধাভোগী মানুষজনের চোখেমুখে ছিল আনন্দের ছাপ। এই উপহার তাদের উৎসবের দিনগুলো কাটানোর জন্য এক বিশাল সহায়ক হবে।

বিতরণ শেষে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং বিডিও কানাইয়া কুমার রাও উপস্থিত সকল মানুষকে দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান। মন্ত্রী বলেন, "দুর্গাপূজা মানে শুধু আনন্দ করা নয়, এর মানে হলো সকলের মধ্যে সেই আনন্দ ছড়িয়ে দেওয়া। আমাদের এই ছোট প্রচেষ্টা যদি দুস্থ মানুষদের মুখে সামান্যতম হাসিও ফোটাতে পারে, তবে সেটিই আমাদের সার্থকতা।" বিডিও মহাশয়ও উৎসবের মরসুমে সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। ব্লক প্রশাসনের এই মানবিক উদ্যোগ সমাজকে একতার বার্তা দিল। এই ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours