*রাস্তার বেহালদা, এক হাঁটু কাদা প্যায়ে এই দিনে কয়েক হাজার মানুষ যাতায়াত করে*
৩০ বছরেও হয়নি রাস্তা, প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিতে বারে বারে জানিও কোন সুরাহা মেলেনি। এইভাবেই দিনের পর দিন বেহাল রাস্তায় কখনো হাঁটু সমান কাদা আবার কখনোবা জলমগ্ন হয়ে থাকে প্রায় ২ থেকে ৩ কিলোমিটার রাস্তা। দক্ষিণ 24 পরগনার নামখানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের তৃতীয় ঘেরি ২১৬ নম্বর বুথে এই বেহাল রাস্তার মধ্য দিয়ে প্রতিদিনই যাতায়াত করতে হচ্ছে কয়েকটি গ্রামের সাধারণ মানুষের। সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরেই এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে এক হাঁটু সমান কাদা পেরিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে রোগী ও স্থানীয় মানুষের যাতায়াত করতে হয়। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনকে জানানো হলেও তারা শুধু আশ্বাসী দিয়েছে। রাস্তার কাজ আর হয়নি।
অন্যদিকে বিষয়টি নিয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত প্রধান জানায় ওই রাস্তায় ইতিমধ্যেই ইঞ্জিনিয়ার এসে পরিদর্শন করেছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।
তবে বিষয়টি নিয়ে ওই এলাকারই বিজেপি নেতা বাসুদেব দলপতির অভিযোগ বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়েছে। বিধায়ক কে ফোন করলে তিনি ফোন ধরেন না। এলাকার তৃণমূল মেম্বার মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলেছে। কাঠমানি খাওয়াই হচ্ছে এই তৃণমূলের প্রধান লক্ষ্য।
তবে কবে হবে রাস্তা সেই আশাতেই দিন গুনছে হরিপুর পঞ্চায়েতের তৃতীয় ঘেরী এলাকার সাধারণ মানুষ।


Post A Comment:
0 comments so far,add yours