কাকদ্বীপে দুর্গোৎসবের গাইড ম্যাপ ও মৃত মৎস্যজীবী পরিবারের হাতে বস্ত্র বিতরণ করা হোলো |
দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ থানায় এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হল। এদিন পূজার গাইড ম্যাপ প্রকাশ এবং গভীর সমুদ্রে প্রাণ হারানো মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের হাতে বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও-এর উপস্থিতিতে মূলত ১০ জন মৃত মৎস্যজীবীর পরিবারের হাতে নতুন বস্ত্র ও পূজার অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এই মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছিলেন। মানবিকতার এই উদ্যোগের মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াল পুলিশ প্রশাসন।
উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন এসডিপিও কাকদ্বীপ এবং কাকদ্বীপ থানার পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। এছাড়াও, পুলিশের বিশেষ বাহিনী 'উইনার্স'-এর সদস্যরাও এই মহৎ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
পুলিশের এই পদক্ষেপ শুধুমাত্র দুর্গোৎসবের প্রস্তুতির অংশ নয়, এটি সুন্দরবন এলাকার বিপন্ন মানুষের প্রতি সহমর্মিতা ও সংবেদনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। সুন্দরবন অঞ্চলের নিরাপত্তা ও জনকল্যাণে পুলিশের এই ভূমিকা প্রশংসিত হয়েছে।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours