অভিযান চলাকালীন তিলোত্তমার বাবা টিভি ৯ বাংলাকে বলেন, "ভয় পেলে মানুষ অনেক কিছু করেন। মুখ্যমন্ত্রী সেই চেষ্টা করছেন। মহাভারতের যুদ্ধ হয়েছিল কারণ দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। 

নাহলে হত না। এটাও যুদ্ধ। আমারও প্রতিজ্ঞা যতবার ব্যর্থ হব ফের লড়ব। বিচার আনবই। কোনও সময় আমরা থামব না।" এরপর প্রায় কেঁদে ফেলেন তিনি
'দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল বলেই মহাভারতে যুদ্ধ হয়েছিল, এটাও যুদ্ধ: তিলোত্তমার বাবা
তিলোত্তমার বাবা



কলকাতা: লড়াই থামবে না। যতবার ব্যর্থ হবেন ততবার লড়বেন! নবান্ন অভিযানে বললেন তিলোত্তমার বাবা। শনিবার রাখি বন্ধন উৎসব। একই সঙ্গে আজ তিলোত্তমার ঘটনার এক বছর। নির্যাতিতার পরিবার মনে করেন একা সঞ্জয় রাইয়ের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। তাই বাকি অভিযুক্তদের বিচারের দাবি পথে তাঁরা। আজ ডাক দিয়েছেন নবান্ন অভিযানে।





অভিযান চলাকালীন তিলোত্তমার বাবা টিভি ৯ বাংলাকে বলেন, “ভয় পেলে মানুষ অনেক কিছু করেন। মুখ্যমন্ত্রী সেই চেষ্টা করছেন। মহাভারতের যুদ্ধ হয়েছিল কারণ দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। নাহলে হত না। এটাও যুদ্ধ। আমারও প্রতিজ্ঞা যতবার ব্যর্থ হব ফের লড়ব। বিচার আনবই। কোনও সময় আমরা থামব না।” এরপর প্রায় কেঁদে ফেলেন তিনি। বলেন, “৬৬ বছর ধরে যা করেছিলাম মেয়েটাকে মানুষ করতে তো? সেটা শেষ করে দিয়েছে পুলিশ। বাকি জীবন আমরা বেঁচে থাকব এই অন্যায়ের প্রতিবাদ করতে। আমাদের প্রশ্নে জর্জরিত হয়ে সিবিআই এর ডিরেক্টরিকে বলতে হচ্ছে এই মামলা ছেড়ে দেব। এর জবাবও আমি কোর্ট থেকে নেব।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours