রায়দিঘি থানার উদ্যোগে রাখি বানানো প্রতিযোগিতা।
রাখি বন্ধন উৎসবটাকে স্মরণীয় করে রাখতে সুন্দরবন পুলিশ জেলার নির্দেশে রায়দিঘি থানার পক্ষ থেকে রায়দিঘী থানা সংলগ্ন কমপ্লেক্সে রাখি বানানো প্রতিযোগিতা শুরু হয়। তিনটি বিভাগে চলে এই প্রতিযোগিতায়। দুপুর বারোটা পর্যন্ত চলে এই রাখি বানানোর প্রতিযোগিতা বিচারকের বিচারে তিনটি বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়েছে। এই প্রতিযোগিতায় প্রায় ২০০ জন অংশ গ্রহণ করে। অংশগ্রহণকারী জানায় যে এর আগে কোনোদিন রায়দিঘি থানা তে এই রকম উদ্যোগ নিয়েছে রায়দিঘী থানার আইসি মানস চ্যাটার্জী ,এর আগে এই রকম উদ্যোগ কেউ নেয়নি ,এই প্রথম রাখি বানানো প্রতিযোগিতা হয়।
এই প্রতিযোগিতায় এসে খুব ভালো লাগলো, আগামী দিনে যেনো এই রকম উদ্যোগ নেয়। রায়দিঘি থানার আইসি মানস চ্যাটার্জী বলেন আগামী দিনে ছাত্র- ছাত্রীদের জন্য আরো কিছু করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। আগামী দিনে ছাত্র ছাত্রীদের পাশে থাকবো বলে জানান রায়দিঘি থানার আইসি মানস চ্যাটার্জী। মূলত প্রতিযোগী তাদের এক ঘন্টা টাইম বেধে দেয় এক ঘন্টা টাইমের মধ্যে দিয়ে রাখি তৈরি করতে হবে। প্রতিযোগিতারা তাদের নিজের মনোভাব দিয়ে রাখি তৈরি করে। বিভিন্ন রকমের রাখি তারা তৈরি করে, তারা মূলত বিভিন্ন রকমের কারুকার্য দিয়ে তারা রাখি তৈরি করে।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours