২০১৩ সালে চিটফান্ডে প্রতারণার অভিযোগ সামনে আসার পর তাঁদের খোঁজ চলে। পরে দুজনকেই গ্রেফতার করা হয়।

১২ বছর পর বেকসুর খালাস! কবে জেল থেকে ছাড়া পাবেন সুদীপ্ত-দেবযানী

 ২০১৩ সালে চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছিলেন সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। ২০২৫-এ সেই সারদা সংক্রান্ত মামলায় প্রথম রায়দান হল। তিনটি মামলায় বেকসুর খালাস হলেন সুদীপ্ত সেন ও দেবযানী। আজ, মঙ্গলবার বড় স্বস্তি পেলেন সারদা মামলার দুই মূল অভিযুক্ত।

এদিন সারদার তিনটি মামলায় বেকসুর খালাস হলেন সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। ১১ নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিধিশ্রী দুজনকেই বেকসুর খালাস করেন। কলকাতার হেয়ার স্ট্রিট থানায় ২০১৩ সালে রাজ্য সরকার মামলা করে। তিন আমানতকারীর অভিযোগের ভিত্তিতে হয় মামলা হয়। সেই মামলাতেই স্বস্তি পেলেন দুজন।



সুদীপ্ত-দেবযানীর বিরুদ্ধে মোট ২৫০টি মামলা রয়েছে রাজ্যের করা। এর মধ্যে ২১৪টি মামলায় জামিন পেয়েছেন তাঁরা। বাকি মামলায় জামিন পাননি। ফলে এদিন বেকসুর খালাস হওয়ার পরও দুজনকেই জেলে থাকতে হবে। দেবযানী রয়েছেন দমদম সেন্ট্রাল জেলে ও সুদীপ্ত রয়েছেন প্রেসিডেন্সি জেলে।

২০১৩-র ২৩ এপ্রিল কাশ্মীরের শোনমার্গ থেকে সুদীপ্ত সেন ও তাঁর সঙ্গেই গ্রেফতার করা হয় দেবযানীকে। জেলে থাকাকালীন যৌথ জেরা হয় তাঁদের। একসময় সঙ্গী দেবযানীর বিরুদ্ধেই জোর করে টাকা নেওয়ার অভিযোগ তোলেন সারদা কর্তা সুদীপ্ত সেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours