এই বাণিজ্য চুক্তিতে একদিকে যেমন একাধিক পণ্য সস্তা হয়ে যাবে, তেমনই আবার একাধিক ক্ষেত্রে ভারতীয়দের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।
সস্তা হচ্ছে হুইস্কি থেকে গাড়ি, FTA-তে ভারতীয়দের সামনে কাজের বিশাল সুযোগ
মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হল ইংল্যান্ডের সঙ্গে।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান। ভারত-ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষর হল মুক্তি বাণিজ্য চুক্তি। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের উপস্থিতিতে দুই দেশের বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল ও জোনাথন রেনল্ড এই চুক্তি সই করেন।
তিন বছর ধরে দর কষাকষির পর এই চুক্তি স্বাক্ষর হয়েছে। দুই দেশের অনুমান, এতে বার্ষিক ৩৪ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য হবে। এই বাণিজ্য চুক্তিতে একদিকে যেমন একাধিক পণ্য সস্তা হয়ে যাবে, তেমনই আবার একাধিক ক্ষেত্রে ভারতীয়দের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট কনসাল্টেন্ট, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং সহ একাধিক ক্ষেত্রে যুব প্রজন্ম কেরিয়ার তৈরি করার সুযোগ পাবে ইংল্যান্ডে গিয়ে।
ইতিমধ্যেই ২৬টি ব্রিটিশ কোম্পানি ভারতে নতুন ব্যবসা শুরু করার ঘোষণা করেছে। এবার দেখা যাক এই মুক্ত বাণিজ্য চুক্তিতে কী কী পণ্য সস্তা হয়ে যাবে-
১. এবার ব্রিটেন থেকে সস্তায় মেডিক্যাল ডিভাইস, অ্যারোস্পেসের বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করা যাবে।
২. দাম কমতে চলেছে বিভিন্ন সফট ড্রিঙ্কস থেকে শুরু করে চকোলেট, বিস্কুটের।
৩. দাম কমবে মেকআপ বা প্রসাধনী সামগ্রীর।
৪. ভেড়ার মাংস, স্যালমন মাছের দাম অনেকটা সস্তা হবে।
৫. বড় পেট্রোল ও ডিজেল চালিত গাড়িও সস্তা হতে চলেছে। ইলেকট্রিক গাড়ির উপরে ট্যারিফ ১১০ শতাংশ থেকে কমিয়ে মাত্র ১০ শতাংশ করা হতে পারে।
৬. ব্রিটিশ হুইস্কির উপরেও শুল্ক অর্ধেক করে দেওয়ায়, বিদেশি মদের দাম কমবে।
৭. ভারতীয়দের ব্রিটেনে থাকাও এবার সহজ হবে। ৩৬টি পরিষেবা ক্ষেত্রে (service sectors) কোনও ইকোনমিক নিডস টেস্ট লাগবে না। ৩ বছর সোশ্যাল সিকিউরিটির জন্যও টাকা দিতে হবে না।
৮. যে সমস্ত কোম্পানির কোনও অফিস নেই ব্রিটেনে, সেই সংস্থার কর্মীরাও কাজ করতে পারবেন। মূলত টিসিএস, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এইচসিএল টেকনোলজি, উইপ্রোর মতো বড় তথ্য প্রযুক্তি সংস্থা উপকৃত হবে।


Post A Comment:
0 comments so far,add yours