পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো নিজের চারচাকা গাড়ি করে মালদহের গাজোল থেকে টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন তিনি।
সবজি ব্যবসায়ীকেও রেয়াত নয়! পরপর গুলি, লুটিয়ে পড়লেন গাড়িতেই
আহত ব্যবসায়ী
ফের শুট আউট মালদহে। ব্যবসায়ীকে লক্ষ করে চলল পরপর পাঁচ রাউন্ড গুলি চালাল দুষ্কৃতীরা। গুলি চালিয়ে তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দিল তারা। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
মালদহের গাজোলের কর্তিপাড়া এলাকার ঘটনা। আহত ব্যবসায়ীর নাম মনোজিৎ মণ্ডল, তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। বাড়ি বুনিয়াদপুরের স্টেশন সংলগ্ন এলাকায়। ব্যবসায়ীর পরিবারে রয়েছেন স্ত্রী লেখা মণ্ডল ও এক মেয়ে। মনোজিৎ পেশায় সবজি ব্যবসায়ী।
বিজেপি নেতাকে থানায় ফোন করে ডেকে আনেন IC, তারপরই গ্রেফতার... থানায় চলছে বিক্ষোভ
কেন আধার-ভোটার-রেশনকে 'মান্যতা' দিতে নারাজ কমিশন?
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো নিজের চারচাকা গাড়ি করে মালদহের গাজোল থেকে টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার সময় কর্তিপাড়ায় এলাকায় মোটরবাইকে চার দুষ্কৃতী আচমকা ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায়। ব্যবসায়ীর গলায় ও পিঠে লাগে গুলি।
এরপর ব্যবসায়ীর কাছে থাকা তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় মনোজ মণ্ডলকে তড়িঘড়ি রাতেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাঁর শরীর থেকে একটি গুলি বের করা হলেও এখনও একটি গুলি ব্যবসায়ীর শরীরে রয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার অস্ত্রোপচার করে বের করা হবে সেই গুলি।
গুলিবিদ্ধ ব্যবসায়ীর দাদা মানিক মণ্ডল জানান, অন্যান্য দিনের মতোই মানিক কাঁচামালের টাকা সংগ্রহ করে গাজোল থেকে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। তখনই ওই ঘটনা ঘটে। গুলির আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। তদন্ত চলছে।


Post A Comment:
0 comments so far,add yours