ট্রাফিক নিয়ম নিয়ন্ত্রণ করাই ট্রাফিক পুলিশের কাজ। কিন্তু অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের সঙ্গে অনৈতিক ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে।

ভদ্র আচরণ করতে হবে ট্রাফিক পুলিশকে... প্রয়োজনে আইনি পদক্ষেপ', বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাস্তায় বেরিয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে সংঘাত চালকদের নিত্যদিনের ঘটনা। আইনভঙ্গ করার অভিযোগে রাস্তার মাঝে আটকে দেওয়া হয় গাড়ি। লাইসেন্স বাজেয়াপ্ত করার ঘটনাও নতুন নয়। এবার শহরের সেই ট্রাফিক ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। গাড়ির লাইসেন্স বাজেয়াপ্ত করা সহ ওই সংক্রান্ত যাবতীয় বিধি লঙ্ঘন করলে কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা যেতে পারে, বৃহস্পতিবার এমনই সুপারিশ করল কলকাতা হাইকোর্ট।

লাইসেন্স বাজেয়াপ্ত করার কী নিয়ম আছে তার জন্য ও ট্রাফিক বিধি কঠোরভাবে কার্যকরের জন্য রাজ্য ও কলকাতা পুলিশকে জোরাল প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে বলে সুপারিশ করেছে হাইকোর্ট। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে ছিল এই মামলা। রাস্তায় ট্রাফিক পুলিশের হাতে হেনস্থার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল খোদ এক আইনজীবী। তাঁর দায়ের করা মামলাতেই এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।




একইসঙ্গে ট্রাফিক পুলিশ যাতে সাধারণ নাগরিকের সঙ্গে ভদ্র আচরণ করে, দায়িত্ শীল ও পেশাদার হয় সেই ব্যাপারেও সতর্ক করেছে আদালত। হাইকোর্টের রায়ের এই কপি, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের ডিসি ট্রাফিককে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours