*উত্তাল বঙ্গোপসাগর প্রবল জলোচ্ছ্বাস কপিলমুনির মন্দিরের সামনে নদী বাঁধ উপছে গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডে ঢুকছে জল*


গঙ্গাসাগর: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বেশ কয়েকদিন ধরে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে গতকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূল তীরবর্তী এলাকার আবহাওয়ার একটু উন্নতি দেখা দিয়েছে এর মধ্যেই আবারও উপকূল তীরবর্তী এলাকায় এলাকাবাসীদের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক। কয়েকদিনের নিম্নচাপের জেরে উত্তাল হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের নদ নদীগুলি। এরমধ্যে পূর্ণিমার ভরা কোটাল দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকার মানুষদের আতঙ্ক আরো যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। পূর্ণিমার ভরা কোটালের জেরে বঙ্গোপসাগর কার্যত তার রুদ্র রূপ ধারণ করেছে। কোটালের ভরা জোয়ারে বঙ্গোপসাগরের একের পর এক দৈত্যাকার ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। একের পর এক ঢেউয়ে তছনছ হয়ে যাচ্ছে মাটির নদী বাঁধ। 



গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সমুদ্র সৈকতের মাটির নদী বাঁধ ঘূর্ণিঝড় শক্তির সময় গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সমুদ্র সৈকতের মাটির নদী বাঁধে ফাটল দেখা দিয়েছিল। সেই ফাটল থেকে হু হু করে ঢুকেছিল জল। এবার বঙ্গোপসাগরের পূর্ণিমার ভরা কোটালে বঙ্গোপসাগরে জলস্ফীতি দেখা দিয়েছে প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়েছে। পূর্ণিমার ভরা কোটাল এর জেরে উত্তাল সমুদ্র থাকার কারণে গভীর সমুদ্রে মাছ ধরার উপর মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন পর্যটক কেন্দ্র গুলিতে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকার কারণে পর্যটকদের সমুদ্র স্নানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours