একদিন আগেই আবার অত্যাচারের ভয়ে প্রায় ২০০ জন পরিয়যায়ী শ্রমিক বাস ভাড়া করে ফিরে এসেছেন দক্ষিণ দিনাজপুরে। এবার মমতা বার্তা দিলেন পরিযায়ী শ্রমিকদেরও।
বাংলায় কাজের অভাব নেই, পরিযায়ী শ্রমিকদের চলে আসতে বলুন’, বড় বার্তা মমতার
বড় বার্তা মমতার
ইলামবাজার: সোমবারও সুর চড়িয়েলেন, এবার মঙ্গলবারও! ফের বাঙালি অস্মিতায় শান দিয়ে রাজ্যে রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে তোপের পর তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের ইলামবাজারে প্রশাসনিক সভায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনী মঞ্চে ফের একবার বাঙালি অস্মিতায় শান দিকে দেখা গেল মমতাকে। উচ্চস্বরে বললেন, “ভাষার উপর অত্যাচার হল মানব না। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজির ভাষাতে আক্রমণ মানব না। আমরা জীবন দিতে রাজি আছি! কিন্তু ভাষার উপর অত্যাচার, মনীষীদের উপর অত্যাচার মানব না।”
এরপরই একযোগে বিরোধীদের নিশানা করে মমতা বলেন, “আগে অত্যাচার সহ্য করতে হতো সিপিএমের, এখন অত্যাচার সহ্য করতে হয় বিজেপির।” সম্প্রতি একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগ বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে আটক করা হচ্ছে। চলছে অত্যাচার। ইতিমধ্যেই এই ইস্যুর প্রতিবাদে ১৬ জুলাই পথেও নেমেছিলেন মমতা। সরব হয়েছিলেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও।
একদিন আগেই আবার অত্যাচারের ভয়ে প্রায় ২০০ জন পরিয়যায়ী শ্রমিক বাস ভাড়া করে ফিরে এসেছেন দক্ষিণ দিনাজপুরে। এবার মমতা বার্তা দিলেন পরিযায়ী শ্রমিকদেরও। স্পষ্ট বললেন, অসম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তর প্রদেশ এবং দিল্লিতে বাঙালিদের উপর খুব অত্যাচার হচ্ছে। অসমের লক্ষ লক্ষ মানুষকে ক্যাম্পে দিয়েছে। বাংলায় কাজের অভাব নেই, পরিযায়ী শ্রমিকদের চলে আসতে বলুন। বাইরে যা কাজ করে বাংলাতেও সেই কাজ করবে। সমস্ত সুবিধা করে দেব। এরপরই বলেন, “দেউচা পাচামিতে এক লক্ষ কর্মসংস্থান হবে চলে আসুন। ডেউচা পাচামিতে ৩০ হাজার কোটি টাকার কাজ হচ্ছ গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে।”


Post A Comment:
0 comments so far,add yours