কাকদ্বীপে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার মৃতের ভাই  

কাকদ্বীপে পঞ্চায়েত সদস্যের ভাইপো খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হলো মৃত রাকিব শেখের ভাইকে। অভিযুক্তের নাম রাকেশ শেখ। গত ২৪শে জুলাই ধানক্ষেতের মধ্যে থেকে পঞ্চায়েত সদস্যের ভাইপো রাকিব শেখের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ।

 এরপরই শুরু হয় তদন্ত, তদন্তে নেমে রাকিব শেখের ভাই রাকেশ শেখকে ইতিমধ্যেই হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ গ্রেফতার করে। পুলিশ গোটা বিষয়ের ওপর তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদ জনিত সমস্যার কারণে এই খুন। তবে আর কি কারণ রয়েছে তদন্ত চালাচ্ছেন পুলিশ, তার জন্য কাকদ্বীপ মহকুমা আদালতের কাছে পিসি প্রেয়ার চাওয়া হয়েছে। 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours