সুন্দরবন পুলিশ জেলা ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ও বনদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার উদ্যোগে ও বনদপ্তর এর পূর্ণ সহযোগিতায় নামখানা ফ্রেজারগঞ্জ কৃষ্ণ প্রসাদ আদর্শ বিদ্যাপীঠের স্কুলে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। মূলত এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সমস্ত ফ্রেজারগঞ্জ কৃষ্ণ প্রসাদ আদর্শ বিদ্যাপীঠের স্কুলের স্কুল পড়ুয়াদেরকে বৃক্ষরোপনের উপকারিতা সম্বন্ধে জানানো হয় এবং বৃক্ষরোপনের প্রশিক্ষণ দেওয়া হয়, এর পাশাপাশি স্কুলের স্কুল পড়ুয়াদেরকে নিয়ে বেশ কিছু বৃক্ষরোপণও করা হয়।
জানা গেছে চলতি মাসের ২৬ থেকে ৩১ তারিখ পর্যন্ত সুন্দরবন পুলিশ জেলার একাধিক থানায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। যার শুভ সূচনা আজ করা হলো ফ্রেজারগঞ্জ। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলা ডিএসপি ট্রাফিক অমল মাইতি গঙ্গাসাগর এসডিপিও সুমন কান্তি ঘোষ দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুমন্ত কুমার মালি সহ বিশিষ্ট ব্যক্তিরা।
স্টাফ রিপোর্টার মুন্না সর্দার


Post A Comment:
0 comments so far,add yours