মৃত তৃণমূল নেতার পরিবার সূত্রে খবর, রাতেই কেউ বা কারা পীযূষ ঘোষকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাত দু’টো নাগাদ তাঁর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। বাবার স্পষ্ট অভিযোগ, তাঁর ছেলেকে খুন করা হয়েছে।
সাঁইথিয়ায় রাত দু’টো নাগাদ বাড়ির পাশের রাস্তা থেকে উদ্ধার তৃণমূল নেতার দেহ! খুনের অভিযোগ পরিবারের
বীরভূমে রাজনৈতিক মহলে জোরদার চাপানউতোর
সাঁইথিয়া: ভাঙড়ে তৃণমূল নেতা খুনে যখন জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ ঠিক সেই সময় ফের ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল বীরভূমের সাঁইথিয়ায়। এবারও নিশানায় দাপুটে তৃণমূল নেতা। লাভপুর বিধানসভার এলাকা শ্রীনিধিপুর গ্রামের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে খুনের অভিযোগ উঠল। তিনি আবার সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষও ছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে এলাকার রাজনৈতিক মহলে। কিন্তু কে বা কারা এই কাজ করল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
মৃত তৃণমূল নেতার পরিবার সূত্রে খবর, রাতেই কেউ বা কারা পীযূষ ঘোষকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাত দু’টো নাগাদ তাঁর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। বাবার স্পষ্ট অভিযোগ, তাঁর ছেলেকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কে বা কারা, কোন উদ্দেশ্যে তাঁকে খুন করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
ক্ষোভে ফুঁসছেন পীযূষের আত্মীয়রা। তিনি বলছেন, আমরা দোষীর শাস্তি চাই। এর পিছনে চক্রান্তের গন্ধ পাচ্ছেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। তিনি বলছেন, “চক্রান্ত করে খুন করা হয়েছে। তবে এই চক্রান্ত করা করল সেটা তদন্তের বিষয়। এর পিছনে চক্রান্ত না থাকলে তাঁকে তো রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হত না।” ইতিমধ্যেই এ ঘটনায় ২ মহিলা সহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।


Post A Comment:
0 comments so far,add yours