বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযুষ গোয়েল তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই চুক্তিকে 'কৃষকদের জন্য একটা বড় জয়' বলে চিহ্নিত করেছেন। তিনি লিখছেন, এই চুক্তির ফলে ৯৫ শতাংশ কৃষিপণ্যের উপর শুল্কমুক্ত রপ্তানি নিশ্চিত করা যাবে।
ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি, কর ছাড়াই সে দেশে যাবে ভারতের ৯৯ শতাংশ পণ্য!
ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত হল অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি। আর এই চুক্তি অনুযায়ী, শ্রম ভিত্তিক খাতে প্রায় ২৩ বিলিয়ন ডলারের বাণিজ্যের একটা সুযোগ তৈরি হয়েছে। আর এই সুযোগের পিছনে রয়েছে প্রায় কর মুক্ত বাণিজ্যের একটা ক্ষেত্র। ভারতীয় রফতানির প্রায় ৯৯ শতাংশ কোনও ধরনের কর ছাড়াই প্রবেশ করবে ইউনাইটেড কিংডমে, চুক্তি হয়েছে এমনটাই।
বয়ন শিল্প, চামড়া শিল্প, জেমস ও জুয়েলারি শিল্পের মতো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত কারিগর, তাঁতি ও দিনমজুররা এক নতুন দিনের আলো দেখবেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। গ্রামীণ তাঁত শিল্প থেকে বিভিন্ন ল্যাবেরোটরির কাজ, এই বাণিজ্য চুক্তি নারী উন্নয়নের পিছনেও বিরাট অবদান রাখবে।
বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযুষ গোয়েল তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই চুক্তিকে ‘কৃষকদের জন্য একটা বড় জয়’ বলে চিহ্নিত করেছেন। তিনি লিখছেন, এই চুক্তির ফলে ৯৫ শতাংশ কৃষিপণ্যের উপর শুল্কমুক্ত রপ্তানি নিশ্চিত করা যাবে। অন্যদিকে, জেলেরাও যে লাভবান হবেন তাও উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলছেন, ৯৯ শতাংশ সামুদ্রিক পণ্য রফতানির উপর শুল্ক শূন্য হয়ে গেলে তার জন্য লাভবান হবেন দেশের মৎসজীবীরাও। আর এর ফলে আয় বৃদ্ধি পাবে দেশের বিভিন্ন ক্ষেত্রের মানুষজনের। এই চুক্তির কারণে এ ছাড়াও লাভবান হবেন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ফার্মা, রাসায়নিক, খাদ্য প্রক্রিয়াকরণ ও প্লাস্টিকের মতো উৎপাদন খাতের সঙ্গে যুক্ত ক্ষেত্রগুলোতে প্রভাব পড়বে।


Post A Comment:
0 comments so far,add yours