গত রবিবার তাপস বলরামপুর থানার উরমা গ্রামে গিয়েছিলেন এক পরিচিতের বাড়িতে। মঙ্গলবার সকালে ফিরে যান গ্রামে। অভিযোগ, বিকালে উরমা গ্রামের ৩ জন যুবক তাপসের বাড়িকে চড়াও হন।
মোবাইল ফোন চুরির অপবাদ, যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
প্রতীকী ছবি
মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ ৩জন যুবকের বিরুদ্ধে। ঘটনা পুরুলিয়ার টামনা থানা এলাকার চাকলতোড়ে গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তাপস মহাপাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার তাপস বলরামপুর থানার উরমা গ্রামে গিয়েছিলেন এক পরিচিতের বাড়িতে। মঙ্গলবার সকালে ফিরে যান গ্রামে। অভিযোগ, বিকালে উরমা গ্রামের ৩ জন যুবক তাপসের বাড়িকে চড়াও হন। অভিযোগ, তাঁকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বাইরে বার করে আনা হয়। এরপর কিছু না জানিয়েই শুরু হয় মারধর। এরপর তাঁকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় বলে পরিবারের দাবি। রাতে অভিযুক্তরা ফোন করে তাপসের বাড়িতে খবর দেন, তিনি নাকি বিষ খেয়েছেন, হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার বিকালে হাসপাতালেই মৃত্যু হয় তাপসের।
'আমি সত্যি তোতলা, বাংলাও খারাপ ছিল', কোন সত্যি সামনে আনলেন তৃণা
'তখন তৃণমূলই বলেছিল, আমি বিজেপিতে যোগ দিতে যাচ্ছি', হঠাৎ কেন বললেন অধীর?
জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা, এখন পেট চালাতে অটো চালান! জানেন কে তিনি?
পরিবারের লোকজনের অভিযোগ, এক সিভিক ভলেন্টিয়ার্সের সামনেই তাপসকে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে মারা হয়। মৃতের ঠাকুমা বলেন, “সিভিক ভলেন্টিয়র থানায় ফোন করলেই নাতিটা বেঁচে যেত। মোবাইল ফোন চুরি ও করেনি।”
গ্রামবাসীদের অভিযোগ, যদি মোবাইল ফোন চুরি করে থাকে, তাহলে স্থানীয় থানায় বিষয়টি জানাতে পারত। এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের কঠিন শাস্তি চাইছে। টামনা থানা সূত্রে জানা গিয়েছে, তাপসের বিরুদ্ধে চুরির কোনও অভিযোগ আগে আসেনি। অভিযুক্তদের মধ্যে ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালাচ্ছে পুলিশ।


Post A Comment:
0 comments so far,add yours