দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার ক্ষেত্রে অবদান রাখায় মোদীকে 'গ্র্যান্ড কলার অব দ্য ন্যাশনাল অর্ডার অব দ্য সাউদার্ন ক্রস' সম্মানে ভূষিত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা।
ব্রাজিলের সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ার পর যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেন, "ব্রাজিলের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হওয়া শুধু আমার জন্য নয়, ১৪০ কোটি ভারতীয়র জন্য অত্যন্ত গর্ব ও আবেগের মুহূর্ত।"
এবার ব্রাজিলের সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদী, প্রধানমন্ত্রী বললেন...
ব্রাজিলের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
তিনি বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনেতাদের মধ্যে অন্যতম। তাঁর বাগ্মিতায় মুগ্ধ বিশ্বের রাষ্ট্রনেতারা। বিশ্বের বিভিন্ন দেশ তাঁকে নানা সম্মানে সম্মানিত করেছে। এবার ব্রাজিলের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিল ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে দৃঢ় করার ক্ষেত্রে তাঁর অবদানের জন্য এই সম্মান দেওয়া হল। মঙ্গলবার মোদীর গলায় সাউদার্ন ক্রস মেডেল পরিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দ্য সিলভা বললেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ভারত ও ব্রাজিলের সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেও মোদীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
রিও দে জেনেইরো-তে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পর ব্রাসিলিয়া পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫৭ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে ব্রাজিলে পা রাখলেন। ব্রাসিলিয়ায় মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাঁকে অনন্য অভ্যর্থনা জানাতে ১১৪টি ঘোড়াও সেখানে ছিল।
এবার AADHAAR Card-এ থাকছে নতুন এক জিনিস, নকল কার্ড ধরা পড়ে যাবে এক মুহূর্তেই! বিরাট পদক্ষেপ UIDAI-র
Left Strike: শিয়ালদহে থমকে গেল ট্রেনের চাকা, তারকেশ্বর-পান্ডুয়াতেও ট্রেন আটকে দিল লাল পতাকা
কেন টেস্ট থেকে অবসর নিলেন... মুখ খুললেন বিরাট কোহলি
এরপর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার ক্ষেত্রে অবদান রাখায় মোদীকে ‘গ্র্যান্ড কলার অব দ্য ন্যাশনাল অর্ডার অব দ্য সাউদার্ন ক্রস’ সম্মানে ভূষিত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। ব্রাজিলের সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ার পর যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেন, “ব্রাজিলের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হওয়া শুধু আমার জন্য নয়, ১৪০ কোটি ভারতীয়র জন্য অত্যন্ত গর্ব ও আবেগের মুহূর্ত। প্রেসিডেন্ট লুলা, ব্রাজিলের সরকার ও ব্রাজিলবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।” দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার ক্ষেত্রে ব্রাজিলের প্রেসিডেন্টের অবদানের কথাও তুলে ধরেন মোদী। পরে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, দুই দেশের মানুষ গভীর বন্ধনের প্রতিচ্ছবিই এই সম্মান। দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশাবাদী তিনি।
২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২৬টি আন্তর্জাতিক সম্মান পেলেন মোদী। গত শুক্রবারই ত্রিনিদাদ ও তোবাগো সরকার তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করে। এই প্রথম কোনও বিদেশি নেতাকে ত্রিনিদাদ ও তোবাগের সর্বোচ্চ অসামরিক সম্মান দেওয়া হল।


Post A Comment:
0 comments so far,add yours