অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানিয়েছেন, বাংলাদেশে পুশব্যাক হওয়া ওই তিন শ্রমিক হলেন নিজামুদ্দিন মণ্ডল, তাঁর বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। মিনারুল শেখ, তাঁর মুর্শিদাবাদের বেলডাঙায়, মোস্তাফা কালম শেখ পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা।
তাঁরা যখন মুম্বইতে কাজ করতেন। তখন তাঁদের বাংলাদেশি সন্দেহে মুম্বই পুলিশ গ্রেফতার করে বিএসএফের হাতে তুলে দেয়।
'পুলিশের চাপ, ফ্ল্যাগ মিটিং করল BSF', বাংলাদেশ থেকে ফিরলেন 'পুশ ব্যাক' হওয়া বাংলার ৩ শ্রমিক
তিন শ্রমিক
বিএসএফ-এর ওপর ‘চাপ’ কোচবিহার পুলিশের। বাংলাদেশে পাঠানো তিন ভারতীয় শ্রমিককে ফের নিয়ে আসা হল ভারতে। মহারাষ্ট্র থেকে তাঁদের বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। তারপর তাঁদের বিএসএফ হেফাজতে নেয়। এরপর বিএসএফ তাঁদের পুশব্যাক করে বাংলাদেশে। সেই তিন শ্রমিক আদতেই ভারতীয়, তাঁদের কাছে রয়েছে যাবতীয় নথি। এ খবর পাওয়া মাত্রই কোচবিহার পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয় বিএসএফের সঙ্গে। এরপর ফ্ল্যাগ মিটিং করে তাঁদের ফের ফিরিয়ে আনা হয় দেশে। বর্তমানে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের দফতরে রয়েছেন তিন শ্রমিক।
অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানিয়েছেন, বাংলাদেশে পুশব্যাক হওয়া ওই তিন শ্রমিক হলেন নিজামুদ্দিন মণ্ডল, তাঁর বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। মিনারুল শেখ, তাঁর মুর্শিদাবাদের বেলডাঙায়, মোস্তাফা কালম শেখ পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা। তাঁরা যখন মুম্বইতে কাজ করতেন। তখন তাঁদের বাংলাদেশি সন্দেহে মুম্বই পুলিশ গ্রেফতার করে বিএসএফের হাতে তুলে দেয়।
BSF: রাতে ধুলিয়ানের ক্যাম্প থেকে এল মুহূর্মুহু গুলির শব্দ, তারপরই BSF জওয়ানকে যে অবস্থায় দেখা গেল...
বাবা ফোন করে বলল আমাকে কোপাচ্ছে', আবারও মালদহ, তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি কোপ
‘রাজারহাটে যে পুরসভা ছিল তাঁরা নিয়মের তোয়াক্কাই করত না’, এয়ারপোর্টের আশপাশে বহুতল সমস্যা নিয়ে ক্ষুব্ধ শোভন
এরপর তাঁদের কোচবিহার জেলায় এনে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। পুলিশ সুপার বলেন, “আমরা খবর পাই ১৫৬ ব্যাটেলিয়নের রতনপুর বিওপি-এলাকায় জিরো পয়েন্টে বিজিবি-র হেফাজতে ওই তিন শ্রমিক রয়েছেন। খবর পেয়েই কোচবিহার পুলিশ তৎপর হয়। মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁদের নথি সংগ্রহ করা হয়। বিএসএফের কাছে আবেদন করা হয়। যাতে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা হয়। কোচবিহার পুলিশের চাপে পড়ে বিজিবি-র সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে তিন জনকে ফিরিয়ে আনা হয়। তারপর মেখলিগঞ্জ থানায় দেওয়া হয়।”
Post A Comment:
0 comments so far,add yours