বাকিবুল্লার মৃত্যুর ঘটনায় উঠছে খুনের অভিযোগ। বেশ কিছুদিন ধরেই তাঁকে হেনস্থা ও মারধর করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।
হাত দুটো বাঁধা, বারান্দায় ঝুলছে সংখ্যালঘু বিজেপি নেতার দেহ, ভয়ঙ্কর ঘটনা গোঘাটে
সাত সকালে ভয়াবহ দৃশ্যে শিউরে উঠল এলাকার বাসিন্দারা। বাড়ির বারান্দায় ঝুলছে ৩৫ বছরের বাকিবুল্লার দেহ। হাত দুটো বাঁধা। শনিবার সকালে আরামবাগের গোঘাটে বাড়ি থেকেই উদ্ধার হয় বিজেপি নেতা তথা সংখ্যালঘু সেলের মণ্ডল সভাপতি বাকিবুল্লা শেখের দেহ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গোঘাটের সানবাঁধি এলাকার ঘটনা। ওই বিজেপি নেতার মৃত্যুকে কেন্দ্র করে রহস্য বাড়ছে। পরিবার ও স্থানীয় মানুষজনের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বাকিবুল্লাকে। ওই যুবক বেশ কিছু সময় ধরেই বিজেপির সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন এলাকার লোকজন। ঘটনার খবর পেয়েই বিজেপি নেতা ও বিধায়ক বিমান ঘোষ এলাকায় যান। খোঁজ নিচ্ছেন রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারও।
যেহেতু হাত বাঁধা অবস্থায় ওই নেতার দেহ উদ্ধার হয়েছে, তাই আত্মহত্যা নয় বলেই দাবি পরিবারের। তবে কার বিরুদ্ধে অভিযোগ, তা এখনও স্পষ্ট নয়। আলাদাভাবে কোনও নাম সামনে আসেনি। তদন্ত করে পুলিশ খোঁজার চেষ্টা করছে।
জানা গিয়েছে, বাকিবুল্লার বাবাই দড়ি কেটে ছেলেকে নামিয়েছেন। কোনও শত্রুতার কথা মনে করতে পারছেন না স্থানীয় বিজেপি কর্মীরা। তৃণমূল বা অন্য কোনও বিরোধী দলের কথাও বলছেন না তাঁরা। শুধুমাত্র একটাই দাবি, অভিযুক্তের যেন শাস্তি হয়।
Post A Comment:
0 comments so far,add yours