শুক্রবার বিধানসভায় হুমায়ুন কবীরকে নিজের ঘরের ডেকে পাঠান শোভনদেব চট্টোপাধ্যায়। তারপর তাঁকে দলের নির্দেশের কথা জানিয়ে দেওয়া হয় এবং চিঠিটি হাতে ধরিয়ে দেওয়া হয়। তা নিয়েই এবার নতুন করে চর্চা শুরু রাজনৈতিক মহলে।
লাস্ট ওয়ার্নিং' মেসেজ এল হুমায়ুনের কাছে
হুমায়ুন কবীর
ফের সতর্ক করা হল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে। চূড়ান্ত সতর্কতা, পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির। পরিষদীয় মন্ত্রীর ঘরে ডেকে শেষবারের মতো সতর্ক করে হাতে চিঠি দেওয়া হল। তা নিয়েই ফের শুরু হয়েছে চর্চা। সূত্রের খবর, মিডিয়ায় নানা রকম বিতর্কিত মন্তব্য করায় দলায় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে, এই মর্মেই হুমায়ুনকে চিঠি পাঠানো হয়েছে।
গত কয়েকদিন ধরে হুমায়ুন কবীর বিভিন্ন সংবাদমাধ্যমে এবং প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করছেন, যাতে তৃণমূলের অস্বস্তি বেড়েছে, দলকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। তাই দলের শীর্ষ নেতৃত্বের তরফে এই নির্দেশে এসেছে। তার পরিপ্রেক্ষিতে শৃঙ্খলারক্ষা কমিটির কড়া পদক্ষেপ বলে মত ওয়াকিবহাল মহলের। এবার ‘কথা না শুনলে’ হুমায়ুনের বিধায়ক পদ সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ করা হতে পারে দলীয় সূত্রে খবর।
শুক্রবার বিধানসভায় হুমায়ুন কবীরকে নিজের ঘরের ডেকে পাঠান শোভনদেব চট্টোপাধ্যায়। তারপর তাঁকে দলের নির্দেশের কথা জানিয়ে দেওয়া হয় এবং চিঠিটি হাতে ধরিয়ে দেওয়া হয়। সদ্য শুভেন্দু অধিকারী থেকে কাশেম সিদ্দিকীকে নিয়ে নানা মন্তব্য করতে দেখা যায় তাঁকে। “দিনের বেলায় সারাদিন তৃণমূলে, বড় বড় পদ নিয়ে বসে রয়েছেন, তাঁরা কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে রাতের অন্ধকারে ভেট পাঠান? এই জেলার কতজন এমএলএ-এর সঙ্গে শুভেন্দুর কত রকম যোগাযোগ রয়েছে, অনুসন্ধান করে দেখুন।” হুমায়ুনের এই মন্তব্য নিয়ে বিস্তর চাপানউতোর হয়েছিল। হুমায়ুনের এই বক্তব্যকে চ্যালেঞ্জ করতে দেখা গিয়েছিল তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীকে। তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, এই দাবির সত্যতা হুমায়ুনকে প্রমাণ করতে হবে। তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়। এছাড়াও সদ্য কাশেম সিদ্দিকীর পদপ্রাপ্তি নিয়ে খোঁচা দিতে দেথা যায় তাঁকে। সাফ বলেছিলেন কাশেম রাজনীতির অ আ ক খ জানেন না। আর আগেও একাধিকবার শোকজ নোটিস গিয়েছে হুমায়ুনের কাছে। এবার শেষবারের মতো চিঠি দিয়ে সতর্ক করল দল। সূত্রের খবর, বোল্ড করে লাস্ট ওয়ার্নিং শব্দটি লেখা আছে চিঠিতে। সঙ্গে এও লেখা আছে যে এটিকে শেষ ওয়ার্নিং হিসাবে মনে করতে পার। সূত্রের খবর, চিঠিতে এও লেখা আছে, আপনি বারবার মিডিয়ায় এমন মন্তব্য করেছেন যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। আপনি সর্তক হন।
Post A Comment:
0 comments so far,add yours