প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে অবশেষে, বাঙালির পাতে পড়তে চলেছে ইলিশ 

বাজারে ঢুকলো মরশুমের প্রথম ইলিশ। একদিনের ফিসিংয়ে প্রায় ২৫ টন ইলিশ বাজারে এসেছে। সোমবার সকালে নামখানার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে প্রায় ২৫টি ট্রলার ইলিশ নিয়ে ফিরেছে। মৎস্যজীবীরা জানিয়েছেন, মূলত আবহাওয়া অনুকূলে থাকার কারণে ট্রলার গুলি ভালো ইলিশ পেয়েছে। এই রূপ আবহাওয়া থাকলে আগামী কয়েক দিনের ভিতরে বাজারে পর্যাপ্ত পরিমাণের ইলিশ আসার সম্ভাবনা থাকছে, 


চলতি বছরের ১৫ই জুন সমুদ্রে নিষেধাজ্ঞা কাটিয়ে রূপালী শষ্যের জন্য গভীর সমুদ্রে পারি দিয়েছিল বহু ট্রলার। ১৬ই জুন সকালেই দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ফ্রেজারগঞ্জ মৎস্যবন্ধরে মৎস্যজীবী ট্রলার গুলি ফিরলো রূপালী শস্য ইলিশ নিয়ে। এক একটা ইলিশের ওজন প্রায় ৮০০ গ্রাম থেকে ১ কিলো। একদিনের ফিসিংয়ে এক একটি ট্রলার প্রায় ৩০ থেকে ৫০ ক্যারেট ইলিশ নিয়ে বন্দরে ফিরেছে। এরকম অনুকূল আবহাওয়া থাকলে আরো মাছ হওয়া সম্ভবনা থাকছে বলে, মৎস্যজীবীদের অনুমান। 

ষ্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours