বস্তুত, লাভপুরের এই গ্রামগুলিতে নকল কয়েনের র‌্যাকেট চলে বলে অভিযোগ। পুলিশও অনেক সময় হানা দেয় এই সব এলাকায়। মূলত এই গ্রামের দখলই কার হাতে থাকবে সেই নিয়ে শুক্রবার রাত থেকে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়।

রক্তারক্তি কাণ্ড লাভপুরের গ্রামে, মুড়ি-মুড়কির মতো বোমাবাজি, মৃত্যু ২ জনের
গ্রাম দখলে উত্তেজনা

 গ্রাম দখলকে কেন্দ্র করে তুমুল বোমাবাজি। বীরভূমের লাভপুরে তুমুল উত্তেজনা। দাফায়-দফায় অশান্তি। দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, লাভপুরের হাথিয়া গ্রামে শুক্রবার রাত থেকেই লাগাতার অশান্তি শুরু হয়েছে। গ্রামের দখল কার হাতে থাকবে তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। কিন্তু এত বোমা কোথা থেকে আসছে উঠছে সেই প্রশ্ন।




বস্তুত, লাভপুরের এই গ্রামগুলিতে নকল কয়েনের র‌্যাকেট চলে বলে অভিযোগ। পুলিশও অনেক সময় হানা দেয় এই সব এলাকায়। মূলত এই গ্রামের দখলই কার হাতে থাকবে সেই নিয়ে শুক্রবার রাত থেকে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। এলাকাবাসীর দাবি, হাতিয়ার বুথ সভাপতি শেখ মইনুদ্দিন ও তাঁর সহযোগী শেখ মুস্তাফির সঙ্গে দ্বন্দ্ব চলছিল শেখ মনিরের দ্বন্দ্ব। এই শেখ মনির আবার নকল কয়েনের বিক্রেতাদের মাথা।

প্রায় মাস ছ’য়েক ধরে ফেরার ছিলেন শেখ মইনুদ্দিন ও তাঁর সহযোগী শেখ মুস্তাফি। শুক্রবার সন্ধেয় তাঁরা গ্রামে ঢোকার চেষ্টা করেন। অভিযোগ, শুরুতেই তাঁদের আটকে দেন শেখ মনিরের লোকজন। সেই থেকেই শুরু হয় বিবাদ। হাথিয়া বাসস্ট্যান্ডের কাছে দু’পক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। এরপরে শুরু হয় ব্যাপক বোমাবাজি। ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানতে পারা গিয়েছে। প্রত্যক্ষদর্শী বলেন, “ওরা দু’নম্বরী কাজের সঙ্গে যুক্ত। আমরা বারণ করতে যাই। তখন আমাদের বোমা মারে। সারা রাত বোমা মেরেছে।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours