এই শাখাতেই যাতায়াত করেন অনিরুদ্ধবাবু। একটানা ভোগান্তিতে চাপে পড়েছেন তিনিও। বলছেন, “সমস্যা তো খুবই হচ্ছে! সকাল থেকেই ঠিক মতো ট্রেনে অ্য়ানাউন্সমেন্ট হচ্ছে না। আগের দিন তো বারাসত লোকালও বাতিল হয়েছিল।”
‘কী আর বলব বলুন! রোজ অফিসে লেট হয়ে যাচ্ছে’, রাত থেকে গুচ্ছ গুচ্ছ ট্রেন বাতিল হতেই ক্ষোভ বাড়ছে যাত্রীদের
কী বলছেন যাত্রীরা?
শিয়ালদহ দমদমের মাঝে লাইনে চলছিল কাজ। আর তার জেরেই শনিবার ও রবিবার বাতিল থাকল গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন। চরম ভোগান্তি যাত্রীদের। ১০ ঘণ্টা পাওয়ার ব্লক করা হল আপ-ডাউন লাইনে। শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত চলল কাজ। তাতেই শনিবার রাত থেকে স্টেশনে গিয়েও ফিরতে হল বহু যাত্রীদের। নৈহাটি থেকে ব্যারাকপুর, শান্তিপুর থেকে গোবরডাঙা, কৃষ্ণনগর থেকে বারাসত-দত্তপুকুর, সব লাইন বাতিল হয়ে গিয়েছিল প্রচুর লোকাল। যদিও রবিবার বেলা বাড়তেই ধীরে স্বাভিক হতে থাকে পরিষেবা।
এই শাখাতেই যাতায়াত করেন অনিরুদ্ধবাবু। একটানা ভোগান্তিতে চাপে পড়েছেন তিনিও। বলছেন, “সমস্যা তো খুবই হচ্ছে! সকাল থেকেই ঠিক মতো ট্রেনে অ্য়ানাউন্সমেন্ট হচ্ছে না। আগের দিন তো বারাসত লোকালও বাতিল হয়েছিল। স্টেশনে এসে শুনলাম লাইনে কাজ চলছে। ট্রেন ঠিক মতো না চললে অফিসে ঢুকতে তো সমস্যা হয়। যাতায়াতেও খুব সমস্যা হচ্ছে।”
এটিও পড়ুন
রাস্তার মাঝেই প্রাইভেট পার্টে হাত! ভরদুপুরে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ
মাথায় জেঠুর হাত! ভর্তির জন্য 'পার হেড' ২ লক্ষ করে নিতেন ওই TMCP নেতা? বড় অভিযোগ কসবা কলেজে
বেঞ্চ জুড়ে তৈরি হয়েছিল খাট, সেখানেই ফেলে গণধর্ষণ? হলদে চাদরেই লুকিয়ে যত রহস্য
আর এক যাত্রী বলছেন, “সকাল থেকে বসে আছি, ট্রেন পাইনি। কাজ সব ঝুলে যাচ্ছে। গন্ত্যবে সময়ে যেতে পারছি না। সকাল ৮টা অবধি তো ট্রেন ঠিক মতো চলেইনি। বাধ্য হয়ে উবার বুক করছি। ওটা ধরেই শিয়ালদহ যাব।” আর এক যাত্রী বলছেন গত রাতে বেরিয়েও একইভাবে ভোগান্তির সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। খানিক ক্ষোভের সঙ্গেই বললেন, “কী আর বলব বলুন! কালও একই ছবি ছিল। রাতে তো সময়ে ফিরতে পারিনি। বনগাঁ, দত্তপুকুর, হাসনাবাদ সব সমস্যায় রয়েছে। কিছু তো করার নেই। অফিসে রোজ লেট হচ্ছে। রোজই একই ছবি দেখা যাচ্ছে।”
Post A Comment:
0 comments so far,add yours