আক্রান্ত হন একাধিক পুলিশ। ইটের আঘাতে আহত এক মহিলা পুলিশকর্মীও। কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ মিলে গোটা ঘটনায় আঠারো জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে গতকালই কলকাতা পুলিশ চোদ্দ জনকে গ্রেফতার করেছিল।


পুলিশকে মার, বাজার থেকে সবজি লুঠ, মহেশতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতার ১৮
এলাকা ঘিরে রেখেছে পুলিশ



সুপ্রিয়ো গুহ ও সৌভিক সরকারের রিপোর্ট


কলকাতা: দুই গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত রবীন্দ্রনগর। থমথমে গোটা এলাকা। গোটা এলাকায় পড়ে ইটের টুকরো। তাণ্ডবের ছাপ কার্যত স্পষ্ট। বুধবারের পর বৃহস্পতিবারও ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন বিশাল পুলিশ। বস্তুত, গতকাল দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সন্তোষপুর-রবীন্দ্রনগর এলাকা। আক্রান্ত হন একাধিক পুলিশ। ইটের আঘাতে আহত এক মহিলা পুলিশকর্মীও। কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ মিলে গোটা ঘটনায় আঠারো জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে গতকালই কলকাতা পুলিশ চোদ্দ জনকে গ্রেফতার করেছিল। আর পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে।



আজ বৃহস্পতিবার সকালে দেখা গেল রবীন্দ্রনগর থানা এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্ধ রয়েছে একাধিক দোকানপাট। রাস্তায় মানুষের আনাগোনা খুবই কম। বলাই যায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকাজুড়ি। এলাকাজুড়ে জারি রয়েছে ১৬৩ ধারা।

গতকাল রবীন্দ্রনগর থানার ঠিক পিছন দিকে আক্রা ফটক বাজারে কার্যত তাণ্ডব চলেছিল। আজ দেখা গেল বাজারের প্রায় সব দোকান বন্ধ। স্থানীয় মানুষের বক্তব্য, বুধবার বাজার চলাকালীন কয়েকশো মানুষ আসেন। আর তারপর ভাঙচুর চালায়। এখনও তার ছাপ স্পষ্ট। এমনকী সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে। লুঠ হয়েছে দোকানে। বর্তমানে ঘটনাস্থলে রয়েছে র‌্যাফ, রয়েছে কমব্য়াট ফোর্সও। পুলিশের তরফে এলাকায় জমায়েত করতে নিষেধ করা হচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours