ভারতে বর্তমানে অসম, গুজরাট, রাজস্থান, মুম্বই ও কৃষ্ণা-গোদাবরী অঞ্চলে তেলের খনির খোঁজ মিলেছে। এছাড়া বিশাখাপত্তনম, মাঙ্গালোর ও পাদুরেও তেলের রিজার্ভ রয়েছে। ওড়িশা ও রাজস্থানে সম্প্রতি তেলের ভাণ্ডারের খোঁজ মিলেছে।
ভারতের লটারি লেগে গেল বলে, আন্দামানের নীচেই রয়েছে গুপ্তধন! হাজার হাজার কোটির সম্পত্তি মিলবে কবে?
আন্দামানে গুপ্তধন।
এমন একটা খাজানার অপেক্ষা ছিল অনেকদিনের। অবশেষে সেই সম্পদ হাতে পেয়েই গেল ভারত। তেলের জন্য এতদিন ইরান, ইজরায়েল, রাশিয়া, আরব আমিরশাহির মতো একাধিক দেশের উপরই নির্ভরশীল ছিল ভারত। বিদেশ থেকে আমদানিই করতে হত। এবার আর অন্য কোনও দেশের উপরে নির্ভরশীল থাকতে হবে না ভারতকে। এমনই জ্যাকপট পেল ভারত।
ইরান-ইজরায়েল সংঘাতের আবহেই যকের ধন পেল ভারত। আন্দামানে মিলল ক্রুড তেলের ভাণ্ডারের খোঁজ। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আন্দামান সাগরে তেলের ভাণ্ডারের খোঁজ পেয়েছে। হেস কর্পোরেশন এবং গুয়ানার সিএনওওসি এই খোঁজ পেয়েছে।
ভারতে বর্তমানে অসম, গুজরাট, রাজস্থান, মুম্বই ও কৃষ্ণা-গোদাবরী অঞ্চলে তেলের খনির খোঁজ মিলেছে। এছাড়া বিশাখাপত্তনম, মাঙ্গালোর ও পাদুরেও তেলের রিজার্ভ রয়েছে। ওড়িশা ও রাজস্থানে সম্প্রতি তেলের ভাণ্ডারের খোঁজ মিলেছে। এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও তেলের খোঁজ চালাচ্ছে ওএনজিসি ও ওয়েল ইন্ডিয়া। ইতিমধ্য়েই সমীক্ষা ও ড্রিলিং চলছে।
যদি গুয়ানার মতো আন্দামানেও তেলের খনির খোঁজ পাওয়া যায়, তবে দেশের অর্থনীতিই বদলে যেতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আন্দামানে তেলের খনির খোঁজ মিললে দেশের অর্থনীতি ৩.৭ ট্রিলিয়ন ডলার থেকে বেড়ে ২০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হয়ে যাবে।
দ্য নিউ ইন্ডিয়ানের সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “২০০২ সাল থেকে ২০১৬ সালের মধ্যে কিছু হয়নি। তারপর আমরা নীতিতে পরিবর্তন আনি।”
ভারত তার প্রয়োজনের ৮৫ শতাংশ ক্রুড তেলই বিভিন্ন দেশ থেকে আমদানি করে। ক্রুড তেলের ক্ষেত্রে বিশ্বে তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ হল ভারত। এবার আন্দামানে যদি তেল উত্তোলন শুরু হয়, তবে ভারতকে আর অন্য কোনও দেশের উপরে নির্ভর করতে হবে না।
হরদীপ সিং পুরী জানান, ২০২৪ অর্থবর্ষে ওএনডিসি মোট ৫৪১টি কুয়ো খুড়েছে, যা বিগত ৩৪ বছরে সর্বোচ্চ।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ৩৫ লক্ষ স্কোয়ার কিলোমিটার পলিভূমির মধ্যে ১০ লক্ষ স্কোয়ার কিলোমিটারই খুলে দেওয়া হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours