আত্মঘাতী হলেন এক সৈনিক,গঙ্গাসাগরের বীর সৈনিকের দেহ এসে পৌঁছালো তার নিজের বাড়িতে

দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের খাসরামকর এলাকার বাসিন্দা তপন জানা, ২০১৩ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ২০ই জুন শুক্রবার তপনবাবু নিজের কর্মস্থলেই আত্মঘাতী হয়েছেন, তারপরেই সেই খবর এসে পৌঁছয় তাঁর বাড়িতে। এরপর ২২ শে জুন রবিবার দুপুরে তার কফিনবন্দি মরদেহ সেনাবাহিনীর গাড়িতে করে নিয়ে আসা হয় নামখানার খেয়াঘাটে, এরপর বীর সৈনিক তপন জানাকে নামখানা থেকে লঞ্চে করে গঙ্গাসাগরের বেনুবনে নিয়ে যাওয়া হয়।
 সেখানে ওই বীর সৈনিকের শেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রচুর মানুষ উপস্থিত ছিলেন, পরে গাড়িতে করে তাকে তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার, সেখান থেকে গাড়িতে করে গঙ্গাসাগরের বীর সন্তান তপন জানাকে নিয়ে যাওয়া হয় গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের পাদদেশে মহাশ্মশানে,
সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। গঙ্গাসাগরের বীর সন্তান তপন জানাকে শেষবারের মত দেখার জন্য গঙ্গাসাগরের মহাশ্মশানে ভিড় জমিয়েছিল সাগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু মানুষ। তবে বীর সন্তান তপন জানার মৃত্যুর কোন কারণ জানা যায়নি। 

এদিন ওই বিষয়ে মৃত বীর সৈনিক তপন জানার জেঠুর ছেলে সুব্রত কুমার জানা আমাদের কাকদ্বীপ ডটকমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন,

এদিন ওই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য তথা জিবিডি-এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র আমাদের কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন

এদিন ওই বিষয়ে মৃত ওই বীর সৈনিক তপন জানার প্রতিবেশী আমাদের কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন 

ষ্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours