২০২১ সালের জানুয়ারিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন সৌরভ দাস। তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে শাসকদলের পতাকা হাতে তুলে নেন তিনি।
বেঙ্গল ফাইলসের 'গোপাল পাঠা' সৌরভকে ঝেড়ে ফেলল তৃণমূল, কেন?
সৌরভ দাস (ফাইল ফোটো)
একুশের নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। আর ছাব্বিশের নির্বাচনের আগে প্রশ্ন উঠছে, এখনও কি তৃণমূলে রয়েছেন অভিনেতা সৌরভ দাস? সৌজন্যে বিবেক অগ্নিহোত্রীর ‘বেঙ্গল ফাইলস’। সিনেমার টিজার প্রকাশ্যে আসার পরই সৌরভের এখনও তৃণমূলের সঙ্গে যোগ নিয়ে শাসকদলের অন্দরেই প্রশ্ন উঠেছে। তবে তৃণমূল নেতারা বলছেন, সৌরভ দাসের সঙ্গে তৃণমূলের এখন আরও কোনও যোগ নেই।
হঠাৎ সৌরভ দাসকে নিয়ে শাসকদলে কেন আলোচনা?
সৌরভ দাসকে নিয়ে শাসকদলে হঠাৎ আলোচনার কারণ কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৫ সেপ্টেম্বর। সেই সিনেমার টিজার সম্প্রতি প্রকাশ্যে এসেছে। টিজারে বার্তা দেওয়া হয়েছে, বাংলা দ্বিতীয় কাশ্মীর হয়ে যাচ্ছে। সেই সিনেমাতে গোপাল পাঠার চরিত্রে অভিনয় করেছেন সৌরভ। এমন একটি বিতর্কিত সিনেমায় অভিনয় করার পরই তৃণমূলের অন্দরেই তাঁর শাসকদলের সঙ্গে এখনও যোগ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
Post A Comment:
0 comments so far,add yours