স্কুলের উপরেই পড়ল বাজ, নামখানায় ঘটেছে এমন ঘটনা
দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের শিবনগর আবাদ এলাকায় নামখানা ইউনিয়ন হাইস্কুলে রবিবার সকালের বাজ পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্কুলের অনেকাংশে ধরেছে ফাটল এবং তার সাথে সিমেন্টও খসে পড়েছে বহুজায়গায়। স্কুলের কলা ভবনে সব থেকে বেশি ক্ষতি হয়েছে বলে জানাযায়। এর সাথে বেশকিছু আলো ও বেশ কিছু বৈদ্যুতিক পাখাও খারাপ হয়ে যায়।
ঘটনায় স্কুলের চিলে কোঠা ভেঙে গিয়েছে। রবিবারের পর সোমবার স্কুল খুলতেই দেখা গেলো এমন অবস্থা, স্থানীয়দের বহুজন জানিয়েছেন স্কুল চলাকালীন এমনটা হলে অনেক ক্ষতি হওয়ার সম্ভবনা ছিলো। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, এই বাজ পড়ার ফলে স্কুলের ছাদে থাকা সোলারেরও ক্ষতি হতে পারে তিনি আরও জানান গত দেড় বছর আগে বাজ পরে এমনই ক্ষতি হয়েছিলো এবং আবারও একই বিপত্তি।
স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Post A Comment:
0 comments so far,add yours