অপারেশন সিঁদুর কেন জরুরি ছিল, বিশ্বের দুয়ারে গিয়ে গুরুত্ব বোঝাবে শশী থারুর সহ ৭ প্রতিনিধি দল
কেন্দ্রের তরফে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৭ জন প্রতিনিধিকে বাছাই করা হয়েছে। এই সাত প্রতিনিধি মধ্য প্রাচ্য থেকে শুরু করে জাপান, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে যাবেন।
অপারেশন সিঁদুর কেন জরুরি ছিল, বিশ্বের দুয়ারে গিয়ে গুরুত্ব বোঝাবে শশী থারুর সহ ৭ প্রতিনিধি দল
প্রতিনিধি দলের সদস্যরা।
সন্ত্রাসবাদে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে ভারত। পাকিস্তান থেকে কোনও রকম সন্ত্রাসবাদী হামলা হলেই তা যুদ্ধের আহ্বান বলেই গণ্য করা হবে বলে জানানো হয়েছে। এবার ‘অপারেশন সিঁদুরে’র গুরুত্ব ও প্রয়োজনীয়তা বোঝাতে কেন্দ্রের তরফে ৭ সদস্যের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে বিভিন্ন দেশে।
কেন্দ্রের তরফে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৭ জন প্রতিনিধিকে বাছাই করা হয়েছে। এই সাত প্রতিনিধি মধ্য প্রাচ্য থেকে শুরু করে জাপান, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে যাবেন। পহেলগাঁও হামলায় অন্য দেশের যে হাত ছিল, তার প্রমাণ বিশ্বের কাছে তুলে ধরবেন তারা।
কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, “এই সময়ে ভারতকে একত্রিত থাকতে হবে। ৭ সদস্যের সর্বদলীয় প্রতিনিধি দল ভারতের গুরুত্বপূর্ণ অংশীদারি দেশে যাবেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্সের বার্তা পৌছে দিলেন। এটা রাজনীতি, বিভাজনের উর্ধ্বে উঠে দেশের একতার প্রতিচ্ছবি এটা।”
জানা গিয়েছে, ৭ সদস্যের এই প্রতিনিধি দলে থাকবেন কংগ্রেসের শশী থারুর, বিজেপির রবি শঙ্কর প্রসাদ, বৈজয়ন্ত পান্ডা, জেডিইউ-র সঞ্জয় কুমার ঝা, ডিএমকে-র কানিমোজ়ি করুণানিধি, এনসিপির সুপ্রিয়া সুলে, শিবসেনার শ্রীকান্ত একনাথ শিন্ডে।
সূত্রের খবর, সুপ্রিয়া সুলের নেতৃত্বে প্রতিনিধি দল দক্ষিণ আফ্রিকা ও মিশর যাবে। বৈজয়ন্ত পান্ডা যাবেন পশ্চিম ইউরোপে। একনাথ শিন্ডে যাবেন সংযুক্ত আরব আমিরশাহি ও আফ্রিকায়। শশী থারুরকে পাঠানো হচ্ছে আমেরিকায়।
জেডিইউ-র সঞ্জয় ঝার নেতৃত্বে প্রতিনিধি দল জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও মালয়শিয়া যাবে। রবি শঙ্কর প্রসাদ যাবেন মধ্য প্রাচ্য। ডিএমকে-র কানিমোঝি যাবেন রাশিয়া ও স্পেনে।
Post A Comment:
0 comments so far,add yours