রাজ্য তদন্ত সংস্থা (SIA) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশ কাশ্মীরে কর্মরত সন্ত্রাসী সহযোগী এবং ওভারগ্রাউন্ড কর্মীদের (OGW) উপর নজর রাখছে।


কাশ্মীরে জম্মু পুলিশের বড় অভিযান, সন্ধান পেল স্লিপার সেল মডিউলের


জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার পর, সন্ত্রাসবাদী এবং তার সমর্থকদের বিরুদ্ধে অভিযান তীব্রতর হয়েছে। ইতিমধ্যে, জম্মু পুলিশ একটি বড় সাফল্য অর্জন করেছে। দক্ষিণ কাশ্মীরে ২০টি জায়গায় অভিযান চালিয়ে পুলিশ একটি স্লিপার সেল মডিউলের সন্ধান পেয়েছে। বিপুল পরিমাণ আপত্তিকর জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও, কিছু সন্দেহভাজনকে আটক করা হয়েছে, যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


রাজ্য তদন্ত সংস্থা (SIA) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশ কাশ্মীরে কর্মরত সন্ত্রাসী সহযোগী এবং ওভারগ্রাউন্ড কর্মীদের (OGW) উপর নজর রাখছে। প্রযুক্তিগত গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে, কাশ্মীরের অনেক স্লিপার সেল পাকিস্তানে বসে থাকা তাঁদের হ্যান্ডেলারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিল। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল ইত্যাদি মেসেজিং অ্যাপের মাধ্যমে নিরাপত্তা বাহিনী এবং সিকিউরিটি সম্পর্কে সংবেদনশীল এবং কৌশলগত তথ্য পাঠাত। লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের সন্ত্রাসী কমান্ডারদের নির্দেশে এই সন্ত্রাসী সহযোগীরা অনলাইনে মৌলবাদী প্রচারণাতেও জড়িত ছিল।

২০টি জায়গায় অভিযান চালিয়ে, আপত্তিকর জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে এসআইএ। প্রাথমিক তদন্তে জানা গেছে যে কেবল সন্ত্রাসবাদকে ছড়াতে নয়, ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে চ্যালেঞ্জ করে এই সব কার্যকলাপ। ভারতবিরোধী বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে অসন্তোষ, জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা এবং সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর প্ল্যান ছিল।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours