শুধু ভারতে নয়, পাকিস্তান, চিন, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো দেশগুলিতেও করোনার বাড়বাড়ন্ত চোখে পড়ছে সম্প্রতি। গুজরাতে এখনও পর্যন্ত নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪০ জন।
করোনা আক্রান্তের মৃত্যুর খবরে বাড়ছে উদ্বেগ, অক্সিজেন প্রস্তুত রাখতে বলা হচ্ছে হাসপাতালগুলিকে
ফাইল ফোটো
করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছে ভারতে। গত শুক্রবার গুজরাতে ২০ মাসের এক শিশু করোনা আক্রান্ত হয়েছে। এছাড়া উত্তর প্রদেশ, হরিয়ানা, বেঙ্গালুরুতেও আক্রান্তের সংখ্য়া বেড়েছে। বর্তমানে দেশে মোট ৩১২ জন করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে দুজনের। ফলে নতুন করে এই ভাইরাসকে ঘিরে ভয় বাড়ছে।
ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে করোনা পরিস্থিতি নিয়ে গাইডলাইন জারি করা হয়েছে। সব হাসপাতালগুলিকে পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছে দিল্লির সরকার। প্রস্তুত রাখা হচ্ছে অক্সিজেন, ওষুধ, ভ্যাকসিনও।
শুধু চিকিৎসা ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে তাই নয়, করোনার নমুনা পরীক্ষা করার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হচ্ছে দিল্লিতে। সব হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সব আক্রান্তদের নমুনা সংগ্রহ করে জেনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয় লোকনায়ক হাসপাতালে। নির্দিষ্ট পোর্টালে প্রকাশ করতে হবে সব তথ্য।
শুধু ভারতে নয়, পাকিস্তান, চিন, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো দেশগুলিতেও করোনার বাড়বাড়ন্ত চোখে পড়ছে সম্প্রতি। গুজরাতে এখনও পর্যন্ত নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪০ জন। সূত্রের খবর, মুম্বইতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের।
দিল্লি এইমস-এর অধ্যাপক ড. সঞ্জয় রাই জানিয়েছেন নতুন আক্রান্তদের শরীরে ধরা পড়ছে করোনার JN1 ভ্যারিয়েন্ট। এটি ওমিক্রনের একটি সাব ভ্যারিয়েন্ট। ভাইরাসের এই নতুন রূপ নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন তিনি। তবে যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের বিশেষভাবে সতর্ক হওয়ার কথা বলছেন চিকিৎসকরা।
Post A Comment:
0 comments so far,add yours