যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বলছেন, প্রধান মিথ্যা অভিযোগ করছেন। তৃণমূলের ওই কর্মীদের দাবি, নেত্রী টেন্ডার ডাকার ক্ষেত্রে কোনও নিয়মকানুন মানছেন না।

গণধর্ষণের হুমকি দিয়েছে দলেরই নেতারা! হাউহাউ করে কাঁদলেন পঞ্চায়েত প্রধান

 গণধর্ষণ, নগ্ন করে ঘোরানো এবং অ্যাসিড হামলার হুমকি দিচ্ছে দলের নেতারাই। এই অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান। বীরভূমের মুরারইয়ের ঘটনা। বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের কুশমোড় ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিযোগ জানিয়ে ইতিমধ্য়েই থানার দ্বারস্থ হয়েছেন।


গত ২১ মে অফিসের কাজে মুরারই ২ নম্বর ব্লক অফিসে গিয়েছিলেন ওই নেত্রী। সেখান থেকে পাইকর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতেও যান। অভিযোগ, ওই পাইকর গ্রামের বাসিন্দা তথা ঠিকাদার অর্ধেন্দু দাস, কাশিমনগর গ্রামের সিস্ফুল শেখ, ফজলে শেখ, কুশমোড় গ্রামের সুরজ শেখ ও ধানগড়া গ্রামের এনামুল শেখরা তাঁকে গণধর্ষণের হুমকি দেন।

তৃণমূলের ওই নেত্রীর অভিযোগ, তাঁকে নগ্ন করে গ্রাম ঘোরানোর পাশাপাশি চেহারা বিকৃত করতে অ্যাসিড ছুড়ে মারারও হুমকি দেওয়া হয়েছে। দুষ্কৃতীরা অপহরণেরও হুমকি দেয় বলে দাবি করেছেন তিনি। প্রধানের অভিযোগ, দুষ্কৃতীদের পঞ্চায়েতের কাজ না দেওয়ায় তারা হামলার চেষ্টা করেছে। থানায় গিয়েও তিনি কোনও সাহায্য পাননি বলে অভিযোগ। আর সে কথা বলতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেন তিনি। তবে তৃণমূল প্রধানের এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।


যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বলছেন, প্রধান মিথ্যা অভিযোগ করছেন। তৃণমূলের ওই কর্মীদের দাবি, ওই নেত্রী টেন্ডার ডাকার ক্ষেত্রে কোনও নিয়মকানুন মানছেন না। তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন ওই অভিযুক্তরা। হাইকোর্ট তাঁদের পক্ষে রায় দেয়। কিন্তু তৃণমূল প্রধান হাইকোর্টের নির্দেশ মানেনি বলে অভিযোগ। তাঁরা বলছেন, হেনস্থা করার জন্যই নাকি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন প্রধান।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours