কন্টেনার গাড়িতে মাদক পাচারের ছক, বাজেয়াপ্ত কেজি কেজি মাদক
মাছের ক্রেটের আড়ালে মাদক পাচার, দক্ষিণ ২৪ পরগণা জেলার মগরাহাটে কয়েক কোটি টাকার মাদক বাজেয়াপ্ত। ডায়মন্ডহারবার পুলিশের জালে ১। ভিন রাজ্য থেকে মাদক পাচারে চেষ্টা বলে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান। গাড়ি আটকাতেই পালিয়ে যান চালক। কন্টেনার গাড়ির মধ্যে আলাদা একটি কেবিন করে যার মধ্যে রাখা রয়েছে মাদক।
গাড়ি থেকে বাজেয়াপ্ত কেজি কেজি মদক। গাড়িকে কেন্দ্র করে ভিড় করেন পথ চলতি মানুষ থেকে শুরু করে স্থানীয়রা।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours