হজরত খসরুর কাওয়ালি, বাবা ফরিদের লেখা, বুলেহ শাহের কবিতা, মীর, কবীর, রহিমের কথাও এদিন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সুফি গান এক অন্য ভালবাসা ও ভক্তির কথা বলে।

'ওঁরা কোরানপাঠ করেন, বেদের কথাও শোনেন', সুফি সন্তদের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী মোদী
Follow Us:


 ‘ভারতের মাটিতে জাদু আছে। এখানে সব সংস্কৃতিই প্রাধান্য পেয়েছে।’ ‘জাহাঁ-এ-খসরু’ অনুষ্ঠানে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুফি সন্তদের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিল্লিতে, সেখানেই শুক্রবার উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী।


সুফি সন্তদের অনুষ্ঠান ‘জাহাঁ-এ-খসরু’-র ২৫ তম বর্ষের অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার সেখানে সুফি গান, নাচ প্রত্যক্ষ করেন মোদী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ভারত হল স্বর্গের উদ্যান। সেখানে সব রঙ, সব সংস্কৃতি ছড়িয়ে রয়েছে। এখানকার মাটিতে বিশেষ কিছু আছে। সেই কারণেই হয়ত ভারতে সুফি সংস্কৃতি এসেছে।”


মোদী উল্লেখ করেন, ভারতে সুফি সন্তদের একটা আলাদা পরিচিতি আছে। তাঁরা কোরানপাঠ করেন, বেদের কথাও শোনেন। হজরত খসরুর কাওয়ালি, বাবা ফরিদের লেখা, বুলেহ শাহের কবিতা, মীর, কবীর, রহিমের কথাও এদিন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সুফি গান এক অন্য ভালবাসা ও ভক্তির কথা বলে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ভারতের প্রশংসা প্রকাশ পেয়েছে খসরুর গানে। খসরু বিশ্বের সেরা ভাষা হিসেবে সংস্কৃতর কথা বলেছেন। এই অনুষ্ঠানের জন্য রুমি ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. করণ সিং, এক্সিকিউটিভ ডিরেক্টর মুজফফর আলির প্রশংসা করেছেন। শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী রবিবার পর্যন্ত।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours