নীতি আয়োগের একটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৭০ লক্ষের কাছাকাছি গিগ ওয়ার্কার বা অস্থায়ী কর্মী রয়েছেন। অবশ্য, এই তথ্য ২০২০ ও ২১ সালের। সুতরাং বলা যেতে পারে, গত চার বছরে যে সংখ্য়া আরও ফুলে ফেঁপে উঠেছে সেই নিয়েও কোনও সন্দেহ নেই।


 Zomato-Swiggy-তে ডেলিভারির কাজ করেও মিলবে পেনশন! বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র
প্রতীকী ছবি


এক ক্লিকেই বাড়ির সামনে তারা এসে হাজির। কখনও হাতে সবজিপাতি, কখনও বা ওষুধপত্র। কখনও আবার সুস্বাদু খাবার। প্রতি ডেলিভারিতে মেলে সামান্য কিছু টাকা। কিন্তু মিনিট দশেকের মধ্যে না পৌঁছতে পারলেই শিরে সংক্রান্তি। তাই পথের সাময়িক যানজটকে রীতিমতো উপেক্ষা করে তারা ছুটছে সর্বক্ষণ। মনে রয়েছে ভয়, যদি কিছু ভাল-মন্দ ঘটে তখন কী হবে? কিন্তু ভবিষ্যৎ দূরে। বর্তমানকে বাঁচাতেই প্রতি মুহূর্তেই এই তাড়াহুড়োর জীবন গিগ ওয়ার্কারদের।


নীতি আয়োগের একটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৭০ লক্ষের কাছাকাছি গিগ ওয়ার্কার বা অস্থায়ী কর্মী রয়েছেন। অবশ্য, এই তথ্য ২০২০ ও ২১ সালের। সুতরাং বলা যেতে পারে, গত চার বছরে যে সংখ্য়া আরও ফুলে ফেঁপে উঠেছে সেই নিয়েও কোনও সন্দেহ নেই। সন্দেহ নেই কেন্দ্রীয় সরকারেরও। তাই এই গিগ ওয়ার্কারদের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার।

সংবাদমাধ্যম সূত্রে খবর, গিগ ওয়ার্কারদের জন্য EPFO মাধ্যমে খুব শীঘ্রই পেনশন ব্যবস্থা আনতে পারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। চলতি বছরের বাজেটেই গিগ ওয়ার্কার বা অস্থায়ী কর্মীদের জন্য প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় স্বাস্থ্য বীমার ব্যবস্থা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


এবার স্বাস্থ্য বীমার পর মিলবে পেনশন। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি শ্রমমন্ত্রক তরফে। সূত্রের খবর, EPFO-এর হাত ধরেই গিগ ওয়ার্কার অবসরকালীন সময়কে খানিকটা চিন্তামুক্ত করতেই এই পেনশনের ঘোষণা করতে পারে তারা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours