টনার পর থেকে তীব্র আতঙ্কে রয়েছেন ওই পুলিশ অফিসারের স্ত্রী। ইতিমধ্য়েই টিটাগড় থানায় তিনি লিখিত অভিযোগও জানিয়েছেন। সূত্রের খবর, তারপরেও অভিযুক্ত কাউন্সিলরকে কোনওরকম জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ।


পুলিশ অফিসারকে শায়েস্তা করতে বাড়ির সামনে ময়লা ফেলে ‘সবক’ শেখালেন TMC কাউন্সিলর, CCTV ফুটেজ ভাইরাল হতে তুলেও নিয়ে গেলেন
ব্যাপক চাপানউতোর এলাকার রাজনৈতিক মহলে


ব্যারাকপুর: পুলিশ অফিসারকে শায়েস্তা করতে বাড়ির সামনে ময়লা ফেলে ‘সবক’ শেখালেন ব্যারাকপুর পুরসভার তৃণমুল কাউন্সিলর। চুপিচুপি কাজ সারলেও ভাইরাল সিসিটিভি ফুটেজ। তাতেই চাপে ওই কাউন্সিলর। থানায় অভিযোগ দায়ের পর্যন্ত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হলেও এখনও কেন চুপ পুলিশ? প্রশ্ন বিজেপি নেতা কৌস্তভ বাগচির। 


মূল অভিযোগটা উঠেছে ব্যারাকপুর পুরসভার কাউন্সিলর রমেশ সাউয়ের বিরুদ্ধে। সূত্রের খবর, রাস্তায় গাড়ি রাখা নিয়ে মূল ঘটনার সূত্রপাত। রমেশের সঙ্গে ঝামেলা বাধে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাব ইন্সপেক্টর ওঙ্কারনাথ বন্দ্যোপাধ্যায়ের। ওই ট্র্যাফিক সার্জেন্টকে গাড়িতে সরাতে বলছিল রমেশ ও তাঁর দলবল। অভিযোগ, তা না শোনাতেই তাঁর বাড়ির সামনে ময়লা ফেলে দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই আবার চাপে পড়ে ময়লা তুলে নেন কাউন্সিলর। তবে আগামীতে গাড়ি না সরালে এরকম আবারও হতে পারে বলে ক্যামেরার সামনেই হুমকি দিতে দেখা গিয়েছে ওই কাউন্সিলরকে। তাঁর দাবি, নানা কাজে ওই অফিসার বাধা দেন। পাড়ার লোক কেউ পছন্দ করে না। তাঁর সাফ কথা, “আমি পুলিশের বিরুদ্ধে নয়, ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলছি।” 


অন্যদিকে ঘটনার পর থেকে তীব্র আতঙ্কে রয়েছেন ওই পুলিশ অফিসারের স্ত্রী। ইতিমধ্য়েই টিটাগড় থানায় তিনি লিখিত অভিযোগও জানিয়েছেন। সূত্রের খবর, তারপরেও অভিযুক্ত কাউন্সিলরকে কোনওরকম জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। শাসকদলের কাউন্সিলর বলেই কি সাহস পাচ্ছে না টিটাগড় থানার পুলিশ। প্রশ্ন কৌস্তভ বাগচির। অন্যদিকে ঘটনায় ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন ওই পুলিশ অফিসারের পরিবারের সদস্যরা। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours