অভিযোগ, বাড়ি থেকে বন্ধুর বাড়ি সাইকেল নিয়ে যাচ্ছিলেন অষ্টম শ্রেণির ছাত্রী। বারুইপুর থানার আশ্রম মাঠ ও মাঝেরহাটের মাঝে বাইক নিয়ে আসেন দুই ব্যক্তি। অভিযোগ, তারপর মাথায় লোহার রডের বাড়ি মারে বলে অভিযোগ।



বারুইপুরের রাস্তায় ক্লাস এইটের ছাত্রীর মাথায় রড দিয়ে মার, চম্পট হামলাকারী
বারুইপুর পুলিশ স্টেশন


অষ্টম শ্রেণির ছাত্রীকে লোহার রডের বাড়ি। মাথায় আঘাত। গুরুতর আহত হল ওই ছাত্রী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার মাঝেরহাট এলাকায়।


অভিযোগ, বাড়ি থেকে বন্ধুর বাড়ি সাইকেল নিয়ে যাচ্ছিলেন অষ্টম শ্রেণির ছাত্রী। বারুইপুর থানার আশ্রম মাঠ ও মাঝেরহাটের মাঝে বাইক নিয়ে আসেন দুই ব্যক্তি। অভিযোগ, তারপর মাথায় লোহার রডের বাড়ি মারে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় নাবালিকা। তখনই বাইক নিয়ে পালিয়ে যায় হামলাকারী ওই দুই ব্যক্তি। স্থানীয় মানুষজন পরিবারকে খবর দিলে ঘটনাস্থলে আসেন ছাত্রীর বাবা। তিনি মেয়েকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা করিয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আহত ছাত্রীর বাবা আবদুল করিম লস্কর বলেন, “কাটাপুকুরে আমাদের একটি জমি নিয়ে সমস্যা চলছে। আজ তার শুনানি রয়েছে। তার জন্য এই হামলা হতে পরে। তবে মেয়ে ওদের কাউকে চিনতে পারেনি। এছাড়া আমাদের আর কোনও শত্রুও নেই। ওর মাথায় খুবই চট লেগেছে। মাথায় সেলাই হয়েছে।” অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন আহত ছাত্রীর বাবা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours