ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল ভারত। রবিবার দুপুরে কটকে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেখানে কি খেলতে দেখা যাবে বিরাট কোহলি

কতটা ফিট বিরাট কোহলি? রবিবারের মেগা ডুয়েলের আগে বড় আপডেট দিলেন কোচ
কতটা ফিট বিরাট কোহলি? রবিবারের মেগা ডুয়েলের আগে বড় আপডেট দিলেন কোচ

কটক ম্যাচের আগে যে প্রশ্নটা ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে, তা হল কেমন আছেন বিরাট কোহলি? হাঁটুর চোটের কারণে নাগপুরে জস বাটলারদের বিরুদ্ধে খেলতে পারেননি বিরাট। এরপর থেকে তাঁর অনুরাগীরা ভাবছিলেন সিরিজের দ্বিতীয় ম্যাচে তাঁকে দেখা যাবে কিনা। এ বার কোহলিকে নিয়ে পাওয়া গেল বড় আপডেট। ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়েছেন, কেমন আছেন কিং কোহলি। রবিবারের মেগা ডুয়েলের আগে আর কী কী বললেন তিনি?


ভারতীয় টিমের ব্যাটিং কোচ সীতাংশু ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে বলেছেন, ‘বিরাট কোহলি ফিট। এবং ও প্র্যাক্টিস করছে। ভালো কিছুই হবে আশা করছি।’ কোহলি একাদশে ফেরা মানে প্রথম ম্যাচে যে ভারতীয় ক্রিকেটারদের খেলতে দেখা গিয়েছিল, তাঁদের থেকে কোনও একজন বাদ পড়বেন।

এর আগে নাগপুর ম্যাচের শেষে ভারতীয় তারকা শ্রেয়স আইয়ার জানিয়েছিলেন, তিনি জানতেন বাটলারদের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁর খেলা হবে না। কিন্তু ম্যাচের আগের দিন রাতে রোহিতের থেকে অনাকাঙ্খিত ফোন পান শ্রেয়স। সেই সময় শ্রেয়সকে ভারত অধিনায়ক রোহিত জানান, বিরাটের হাঁটু ফুলেছে। ফলে তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইতে খেলতে হতে পারে। এই প্রসঙ্গে ভারতের ব্যাটিং কোচের সামনে প্রশ্ন রাখা হয়েছিল শ্রেয়সকে নিয়ে। সীতাংশু বলেন, ‘আসলে শেষ ওডিআই ম্যাচের একাদশে শ্রেয়স আইয়ার ছিল না। হেড কোচ ও ক্যাপ্টেন এ বিষয়ে উত্তর দিতে পারবেন।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours