উল্লেখ্য, কয়েক আগে আসানসোলের এক ছাত্রী তার বন্ধুদের সঙ্গে বেড়াতে যায় বাঁকুড়ার এক রিসোর্টে। সেই সময় গণধর্ষণের শিকার হয় বলে অভিযোগ। এই ঘটনার পর নির্যাতিতার পরিবারের তরফে আসানসোল মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
রিসর্টে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, আদালতে আত্মসমর্পণ ৪ অভিযুক্তের
আসানসোলে আত্মসমর্পণ
বিহার ও ঝাড়খণ্ড পালিয়েও শেষ রক্ষা হল না। অবশেষে হার মেনে আসানসোল আদালতে আত্মসমর্পণ গণধর্ষণের চার অভিযুক্তের। সম্প্রতি, একটি রিসর্টে এক পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে এই চারজনের বিরুদ্ধে।
উল্লেখ্য, কয়েক আগে আসানসোলের এক ছাত্রী তার বন্ধুদের সঙ্গে বেড়াতে যায় বাঁকুড়ার এক রিসোর্টে। সেই সময় গণধর্ষণের শিকার হয় বলে অভিযোগ। এই ঘটনার পর নির্যাতিতার পরিবারের তরফে আসানসোল মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। নির্যাতিতাকে ভর্তি করা হয় দুর্গাপুরের হাসপাতালে। এরপর ঘটনার তদন্তে নামে আসানসোল দুর্গাপুর পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছিল। মোবাইল ফোন ছিল সুইচঅফ। তাদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করে। অভিযুক্তদের বাবা মায়েদের জিজ্ঞাসাবাদ করে। অবশেষে এদিন অভিযুক্তরা আসানসোল আদালতে আত্মসমর্পণ করে। পুলিশ ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদনও করে। কিন্তু ত্রুটিপূর্ণ আবেদন থাকায় ১৪ দিনের জেল হেপাজত হয় অভিযুক্তদের। তবে এই ১৪ দিনের মধ্যে পুলিশ অভিযুক্তদের নিজেদের হেপাজতে নিতে চাইলে ফের আবেদন গ্রহণ হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
Post A Comment:
0 comments so far,add yours