ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের। সেখানকার সুশীলকর কলেজে স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্রী এই নির্যাতিতা। তাঁর অভিযোগ, বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় দীর্ঘদিন ধরে তাকে হুমকি-হুঁশিয়ারি দিত ঘটনায় মূল অভিযুক্ত শ্বাসত্ব বৈদ্য। এমনকি, পথে-ঘাটেও তাকে প্রচণ্ড বিরক্ত করতে সে।



বিয়ের প্রস্তাব ফেরানোয় তরুণীকে স্কুটিতে অপহরণ! নিয়ে গেল ফাঁকা মাঠে, তারপর...
নির্যাতিতা


কলেজ থেকে পরীক্ষা দিয়ে রোজকার পথেই বাড়ি ফিরছিলেন তরুণী। কে জানত পথেই এমনটা হয়ে যাবে তার সঙ্গে। হঠাৎ করে দু’টো স্কুটি নিয়ে এসে তাঁকে অ্যাসিড মারার হুমকি দেয় তিন যুবক। বলে, তাদের সঙ্গে না গেলে মুখে অ্যাসিড মেরে দেবে তারা। এরপর তরুণীকে অপহরণ করে স্থানীয় একটি মাঠে নিয়ে যায় তারা। তারপর চলে নারকীয় কাণ্ড।

ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের। সেখানকার সুশীলকর কলেজে স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্রী এই নির্যাতিতা। তাঁর অভিযোগ, বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় দীর্ঘদিন ধরে তাকে হুমকি-হুঁশিয়ারি দিত ঘটনায় মূল অভিযুক্ত শ্বাসত্ব বৈদ্য। এমনকি, পথে-ঘাটেও তাকে প্রচণ্ড বিরক্ত করতে সে। সম্প্রতি, কলেজে পরীক্ষা দিতে গেলে গুলি করে মেরে ফেলারও হুমকি দেয় এই অভিযুক্ত।

সোমবার বাড়ি ফেরার পথেই তার দুই সঙ্গীর সঙ্গে স্কুটি করে এসে অ্যাসিড হামলার হুমকি দিয়ে তরুণীকে তুলে নিয়ে যায় তারা। এরপর স্থানীয় একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে চলে অকথ্য অত্য়াচার। মারধর করা হয় যুবতীকে। যার জেরে শরীরের একাধিক জায়গা চোট পায় সে। ভাঙে আঙুল। তারপর বাড়ির সামনে তরুণীকে ফেলে দিয়ে চলে যায় সেই অভিযুক্তরা।

এই ঘটনায় ইতিমধ্যে বারুইপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে তরুণীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের কাছে মেয়ের নিরাপত্তা নিয়ে চিন্তার কারণ দেখিয়েছেন মা। অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়ারও দাবি তুলেছেন তিনি।

কিন্তু এই অভিযুক্তকে কীভাবে চিনতেন তরুণী? জানা গিয়েছে, তিন বছর ধরে অভিযুক্তের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল যুবতীর। সম্প্রতি, অভিযুক্ত বিয়ের প্রস্তাব দিয়েছিল, যা যুবতী ফিরিয়ে দিতেই এমন কাণ্ড।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours