পুলিশ সূত্রে খবর, ৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার সমেত গ্রেফতার হয়েছে দুজন। তার মধ্যে একজন আবার নাবালক। মালদা থেকে বিহারে পাচারের সময় গাজোলের কদুবাড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে গাড়ি আটক করল পুলিশ।
ছেলেটার চলন দেখেই সন্দেহ হয়েছিল, পরে পুলিশ যা পেল চোখ কপালে ওঠার জোগাড়
মালদহে কী হচ্ছে?
ছেলে দুটোর চলন-ধরন দেখেই সন্দেহ হয়েছিল। তারপর আবার পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল বড় এই ঘটনা ঘটতে পারে। এরপর আর ‘রিস্ক’ নেয়নি পুলিশ। হাতেনাতে পাকড়াও করে তাদের। আর তারপরই শুরু হয় তল্লাশি। দু’জনের কাছ থেকে যা উদ্ধার হল তাতে কার্যত চক্ষু-চড়কগাছ হওয়ার জোগাড়। ঘটনাটি ঘটেছে মালদহে।
পুলিশ সূত্রে খবর, ৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার সমেত গ্রেফতার হয়েছে দুজন। তার মধ্যে একজন আবার নাবালক। মালদা থেকে বিহারে পাচারের সময় গাজোলের কদুবাড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে গাড়ি আটক করল পুলিশ। ধৃত দুজনেই বিহারের বাসিন্দা। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫১৩ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ লক্ষেরও বেশি টাকা।
পুলিশ সূ্ত্রে খবর, ধৃত দু’জনের নাম রাহুল কুমার। বয়স ২৫। অন্যজন ছোট্টু কুমার। বয়স ১৫। ধৃত দুজনের বাড়ি বিহারের তেত্রী এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদক গুলি মালদা থেকে বিহারের উদ্দেশ্যে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযুক্ত দুজনকে গ্রেফতারের পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত গাড়িটিকেও আটক করেছে পুলিশ।
Post A Comment:
0 comments so far,add yours