আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল হেরে গেলেন দিল্লি বিধানসভা নির্বাচনে।



 লজ্জার হার, দিল্লি নির্বাচনে হেরে গেলেন খোদ কেজরীবালই
হেরে গেলেন অরবিন্দ কেজরীবাল।



মুখ পুড়ল আম আদমি পার্টির (Aam Aadmi Party)। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) হেরে গেলেন নির্বাচনে। তিনি নয়া দিল্লি আসন থেকে প্রার্থী হয়েছিলেন। সপ্তম রাউন্ডের গণনার পর তিনি বিজেপি প্রার্থী প্রবেশ সাহিব সিং ভর্মার কাছে হেরে গেলেন। ফের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল কেজরীবালের।

২০১৩ সাল থেকেই একটানা নয়া দিল্লি আসনে জয়ী হয়ে আসছেন কেজরীবাল। তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিতকে হারিয়েছিলেন তিনি। এরপর ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হয়েছিলেন কেজরীবাল।

এক দশক ধরে ক্ষমতায় থাকার পর এবারের বিধানসভা নির্বাচন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে অ্যাসিড টেস্ট ছিল। সেই পরীক্ষাতেই ডাহা ফেল করে গেলেন কেজরীবাল। জানা গিয়েছে, বিজেপি প্রার্থী প্রবেশ ভর্মার কাছে ৩১৮২ ভোটে হেরে গেলেন।

একা কেজরীবাল নন, একদা তাঁর ডান হাত, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও ৬০০ ভোটে হেরে গিয়েছেন। আম আদমি পার্টির তাবড় তাবড় মুখদের এমন পরাজয়ের কারণ হিসাবে আবগারি নীতি দুর্নীতিই মনে করা হচ্ছে। এই দুর্নীতিতে জেলেও যেতে হয়েছে অরবিন্দ কেজরীবাল ও মণীশ সিসোদিয়াকে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours