দিন আগেই বাইপাস সংলগ্ন একটি গ্যারেজে আগুন লাগতে দেখা যায়। আরুপোতায় ওওই গ্যারাজে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। এদিকে দমকলের দেরিতে আসা নিয়ে সেদিন ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল স্থানীয় বাসিন্দাদের।


রাত থেকে দাউদাউ করে জ্বলছে আমতার প্লাস্টিক কারখানা, ৬টা ইঞ্জিন নিয়ে সকাল পর্যন্তও আগুন নেভাতে গিয়ে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা
আমতায় বিধ্বংসী আগুন


 আমতায় ভয়াবহ আগুন। বিধ্বংসী আগুন নতুন রাস্তার কাছে থাকা একটি প্লাস্টিক কারখানায়। সূত্রের খবর, রাত ১২টা নাগাদ প্রথম আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তেই দাউদাউ করে জ্বলে যায় আস্ত কারখানা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৬টি ইঞ্জিন। রাতভর চলে আগুন নেভানোর কাজ। ভোর পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। সকালেও গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। 


প্লাস্টিক কারখানা হওয়ার কারণেই আগুন অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে বলে মনে করছেন দমকল কর্মীরা। সে কারণেই দীর্ঘ সময় কেটে গেলেও বাগে আনা যায়নি আগুনকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা স্পষ্টভাবে জানা যায়নি। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে ঘটে থাকতে পারে। তবে অন্তর্ঘাতের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কথা বলা হচ্ছে কারখানার শ্রমিকদের সঙ্গে। 


প্রসঙ্গত, ক’দিন আগেই বাইপাস সংলগ্ন একটি গ্যারেজে আগুন লাগতে দেখা যায়। আরুপোতায় ওওই গ্যারাজে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। এদিকে দমকলের দেরিতে আসা নিয়ে সেদিন ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল স্থানীয় বাসিন্দাদের। এরইমধ্যে আবার শিয়ালদহ স্টেশনের কাছেও ফুটপাতের দোকানগুলিতে কয়েকদিন আগে আগুন লাগে। সেখানে আবার ঘঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় দমকলকে
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours