প্রসঙ্গত, শুভেন্দুর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস জারি করা হয় সভায়। ঘোষণা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সরস্বতী পুজোয় বাধা নিয়ে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। স্পিকারের উদ্দেশে কাগজ ছুড়ে মারারও অভিযোগ ওঠে শুভেন্দুর বিরুদ্ধে।


শুভেন্দু অধিকারী বাইরে গিয়ে হিরো সাজছেন, ওঁ ভিতরে যা করেছেন, তাতে ক্ষমা চাওয়া উচিত', কড়া বার্তা স্পিকারের
শুভেন্দু অধিকারীকে কড়া বার্তা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের


বিধানসভায় বেনজনির সংঘাত। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে স্বাধিকার ভঙ্গের নোটিস পাঠানোর পর এবার কড়া বার্তা দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিধানসভা দুর্বল নয়, এই বার্তাই ওদের দিতে চাই। যা খুশি বলে যাব, বিধানসভার সদস্য হিসাবে, বিধানসভার সংক্রান্ত ব্যাপার নিয়ে, যদি বাইরে গিয়ে সমালোচনা করেন, তাহলে বিধানসভাও জানে কীভাবে তাঁকে ট্রিট করতে হবে। নিজেকে হিরো বলে জাহির করার চেষ্টা, বিধানসভা কখনই মানবে না এসব।” স্পিকারের আরও বক্তব্য, “প্ররোচনা দিচ্ছেন শুভেন্দু, অশান্তি ছড়াতে পারে। অবিলম্বে ক্ষমা চান শুভেন্দু।”


প্রসঙ্গত, শুভেন্দুর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস জারি করা হয় সভায়। ঘোষণা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সরস্বতী পুজোয় বাধা নিয়ে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। স্পিকারের উদ্দেশে কাগজ ছুড়ে মারারও অভিযোগ ওঠে শুভেন্দুর বিরুদ্ধে। শুভেন্দু-সহ চার বিধায়ককে সাসপেন্ড করা হয়।

গতকালের অধিবেশন ও শুভেন্দু অধিকারীর আচরণ নিয়ে স্পিকার এদিন বলেন, ” আমাদের বিরোধী দলের সদস্যরা জানুন, সমালোচনা করার হলে এখানে এসে করুন। ফ্লোর হল বিরোধীদের। আমাদের দৃষ্টিভঙ্গি এই ব্যাপারে অত্যন্ত পরিষ্কারসুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আছে, ঘৃণ্য ভাষণ নিয়ে।” আর ঠিক এই কারণেই শুভেন্দু অধিকারীকে স্বাধিকার ভঙ্গের নোটিস পাঠানো হয়েছে বলে জানান তিনি।


স্পিকার বলেন, “এই প্ররোচনায় পা না দিয়ে বাংলার মানুষ যে শান্ত রয়েছেন, তাতেই আমি আশ্বস্ত হচ্ছি। উনি যেভাবে প্ররোচনা দিচ্ছেন, তাতে অশান্তি হতে পারে। ওনার ক্ষমা চাওয়া উচিত।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours