বর্ধমানের মানকুণ্ডু থেকে আপ বর্ধমান লোকালে চেপেছিলেন মগরা যাওয়ার জন্য। ব্যান্ডেল স্টেশন ছেড়ে যখন ট্রেনটি সপ্তগ্রাম স্টেশনে ঢুকছে, ঠিক তখনই একটা জোরে শব্দ হয়।



হঠাৎ সজোরে শব্দ, জানালার কাচ ভেঙে চুরচুর, লোকাল ট্রেনে শিউরে ওঠার মতো ঘটনা
এই সেই ভাঙা কাচ


প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন বহু মানুষ। কাকভোরে হোক বা রাতে, বাড়ি ফেরার বা কর্মস্থলে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম লোকাল ট্রেন। আর সেই লোকাল ট্রেনে এমন অভিজ্ঞতার শিকার হতে হল যাত্রীদের, যা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল আবারও। জানালার কাচ ভেঙে আঘাত লাগল মহিলা যাত্রীর কপালে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করেছেন ওই যাত্রী। যেখানে দেখা যাচ্ছে, জানালার কাচ ভেঙে চুরচুর হয়ে গিয়েছে, ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে সিটের ওপর।


অভিযোগকারী যাত্রীর নাম মামন জানা। তিনি জানিয়েছেন, রবিবার রাতে শেষ লোকাল ট্রেনে উঠেছিলেন তিনি। সঙ্গে আরও কয়েকজন ছিলেন। বর্ধমানের মানকুণ্ডু থেকে আপ বর্ধমান লোকালে চেপেছিলেন মগরা যাওয়ার জন্য। ব্যান্ডেল স্টেশন ছেড়ে যখন ট্রেনটি সপ্তগ্রাম স্টেশনে ঢুকছে, ঠিক তখনই একটা জোরে শব্দ হয়।

মামন জানার অভিযোগ, কেউ বা কারা ওই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে। জানালার পাশেই বসেছিলেন তিনি। পাথরের আঘাতেই ভেঙে যায় কাচ। কাচ ভেঙে লাগে ওই যাত্রীর মাথায়, কিছুটা কেটেও যায়। তবে গায়ে শীতের পোশাক থাকায় শরীরে কাচের টুকরো ঢোকেনি।


মগরা স্টেশনে নেমে আরপিএফ-কে বিষয়টি জানান তারা। আরপিএফ তাঁদের পরামর্শ দেন, যাতে তাঁরা হাসপাতালে গিয়ে চিকিৎসা করান। সেই মতো চিকিৎসা করান ওই যাত্রী। তবে ওই অভিজ্ঞতা ভুলতে পারছেন না যাত্রী। তিনি জানান, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত থাকায় মাঝেমধ্যেই বেশি রাতে বাড়ি ফিরতে হয়। তাই ট্রেনে এই ধরনের ঘটনা ঘটলে, সেটা খুব ভয়ের বলে মন্তব্য করেন তিনি। যাত্রী বলেন, “কপাল ভাল বড় কিছু হয়নি। আরপিএফ-এর কাছে গিয়েও খুব একটা সাহায্য পাইনি।”

পূর্ব রেলের দায়িত্ব প্রাপ্ত মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, এই ঘটনার বিষয়ে লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ হলে তার তদন্ত করা হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours