বন্ধুর অ্যাকাউন্ট খুলে প্রতারণা, গ্রেফতার বেস্ট ফ্রেন্ড
বালুরঘাটে গ্রেফতার
বন্ধুকে ব্ল্যাকমেল করে বন্ধুর নামেই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অভিযোগ কাছের বন্ধুর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা টাকা ঢোকার লেনদেনের ম্যাসেজ এলেও কে টাকা পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে তার উত্তর দেয়নি অভিযুক্ত৷ অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানা এলাকার বিক্রম সরকার বালুরঘাটে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়। অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে সাইবার ক্রাইম থানা। এরপরই অভিযুক্তকে গতকাল গ্রেফতার করে পুলিশ। গতকালই তাঁকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। তাঁকে বিচারক তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এনিয়ে শনিবার বিকেলে বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেড কোয়ার্টার। কীভাবে প্রতারণা করা হচ্ছে সেই নিয়েই সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ।
উল্লেখ্য, সাইবার প্রতারণা অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন নয়। সাইবার প্রতারণা হিসেবে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমনকী অ্যাকাউন্ট বিক্রি করা হচ্ছে। সম্প্রতি এমন ঘটনা সামনে আসতেই এদিন বিকেলে বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করলেন ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ৷ এদিনের সাংবাদিক বৈঠকে ডিএসপির পাশাপাশি উপস্থিত ছিলেন সাইবার ক্রাইম থানার আইসি সৌরভ ঘোষ।
প্রতারণা চক্রে গ্রেফতার হয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের রবসান জানি। তাকে নিয়েই সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ। ধৃত যুবকের বিরুদ্ধে সাইবার প্রতারণার অভিযোগ উঠেছিল। বন্ধুকে ব্ল্যাক মেলিং করে তিনটি অ্যাকাউন্ট খোলে। সেই ব্যাংক অ্যাকাউন্টে প্রতারণা করা হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours