করাচি, লাহোরের পাশাপাশি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। আইসিসির নিয়ম অনুযায়ী, যে যে মাঠে টুর্নামেন্টের খেলা হবে, সেখানে অংশগ্রহণকারী সব দেশের পতাকা থাকবে। সঙ্গে থাকবে আইসিসির পতাকা।



করাচি, লাহোর স্টেডিয়ামে ঠাঁই হল না ভারতীয় পতাকার! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিতর্কে পিসিবি
ভারতের পতাকা



কলকাতা: অপেক্ষার পালা শেষ হওয়ার পথে। বুধবার থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। তার আগে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে নেই ভারতের জাতীয় পতাকা। শুধু তাই নয়। আয়োজক দেশের অপর এক স্টেডিয়াম, লাহোরেও নেই তেরঙ্গা। এরপরই বিতর্কের কেন্দ্রে পিসিবি।


মোট ৮টি দল খেলবে এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আয়োজক দেশ পাকিস্তানের করাচি স্টেডিয়ামের এক ভিডিয়ো হু হু করে ঘুরছে নেটদুনিয়ায়। যেখানে দেখা গিয়েছে, পাকিস্তান সহ অন্য দেশ গুলির পতাকা পরপর রয়েছে। নেই শুধু ভারতের পতাকা। যা দেখে নেটিজ়েনরা অত্যন্ত সরব হয়েছেন। অবশ্য ওই ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি।






এখন তো পাকিস্তানের করাচি স্টেডিয়ামে ভারত ছাড়া বাকি ৭ দেশের পতাকা থাকার ভিডিয়ো ভাইরাল হয়েছে, এর আগে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামেও একই ছবি দেখা গিয়েছিল। সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করা হয়নি। এই সবের মাঝে এ বার দেখার ২৩ ফেব্রুয়ারি হতে চলা ভারত-পাকিস্তান ম্যাচ কতটা জমজমাট হয়।




'রেললাইন দিয়ে বোনের দেহটা কোলে নিয়ে এলাম, কেউ এল না সাহায্য করতে', আর পুণ্য করতে চান না সঞ্জয়
মাত্র ১৫ মিনিট, তাতেই সব শেষ! ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে কী হল যে প্রাণ খোয়াতে হল ১৮ জনকে?

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours