তিনি আরও বলেন, “রবিবার বাড়িতে বসে কী করবেন? কতক্ষণ আর স্ত্রীর দিকে তাকিয়ে থাকবেন? স্ত্রীরাই বা কতক্ষণ স্বামীর দিকে তাকিয়ে থাকবেন? তার থেকে অফিসে আসুন, কাজ করুন।”


রবিবারও অফিস করতে বলেছেন এই CEO, নিজের বেতন কর্মীদের থেকে ৫৩৫ গুণ বেশি!
এল অ্যান্ড টি-র চেয়ারম্যান।


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক সংস্থার শীর্ষকর্তার বক্তব্য। তিনি বলছেন, কর্মীদের সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করা উচিত। ছুটিতে বিশ্বাসী নন তিনি, চান রবিবারও কর্মীরা অফিসে আসুক। এল অ্য়ান্ড টি-র চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যের এই মন্তব্য়ই ভাইরাল এখন। চলছে তুমুল চর্চা, উঠেছে সমালোচনার ঝড়ও। যিনি কর্মীদের ৯০ ঘণ্টা কাজ করতে বলছেন, তিনি নিজে কত টাকা বেতন নেন জানেন?


যেখানে সবাই ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের কথা বলছেন, সেখানে এল অ্যান্ড টি-র চেয়ারম্যানের এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। ঠিক কী বলেছেন তিনি? এল অ্যান্ড টি সংস্থার চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যকে একটি সাক্ষাৎকারে বলতে শোনা যায়, “সত্যি কথা বলতে, আমার আফশোস যে আমি আপনাদের রবিবারও কাজ করাতে পারি না। রবিবার কাজ করাতে পারলে আমি আরও বেশি খুশি হতাম, কারণ রবিবার আমি নিজেও কাজ করি।”

তিনি আরও বলেন, “রবিবার বাড়িতে বসে কী করবেন? কতক্ষণ আর স্ত্রীর দিকে তাকিয়ে থাকবেন? স্ত্রীরাই বা কতক্ষণ স্বামীর দিকে তাকিয়ে থাকবেন? তার থেকে অফিসে আসুন, কাজ করুন।”


জানা গিয়েছে, এল অ্যান্ড টি-র চেয়ারম্যান, যিনি সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করার কথা বলছেন, তিনি বার্ষিক বেতন নেন ৫১ কোটি টাকা। যা তাঁর সংস্থার কর্মীদের থেকে প্রায় ৫৩৫ গুণ বেশি। ২০২৩-২৪ সালের রিপোর্ট অনুযায়ী, তাঁর বেসিক বেতন ৩.৬ কোটি টাকা। এছাড়া ১.৬৭ কোটি টাকা পান আনুসাঙ্গিক খরচ হিসাবে। এছাড়াও তিনি ৩৫ কোটি টাকা কমিশন ও ১০.৫ কোটি টাকা অবসরকালে পাবেন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours